'কোটিপতি' হলেন অনুর্ধ্ব ১৯ দলের ৩ ক্রিকেটার, সৌজন্যে আইপিএল

Jan 27, 2018, 20:31 PM IST
1/11

Before 19 these crickerts become crorepati

বয়স এখনও ১৯ পেরোয়নি, তার আগেই কোটিপতি ৩ ক্রিকেটার। আইপিএলের নিলামে অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের কোটি টাকায় কিনল ফ্র্যাঞ্চাইজিরা।

বয়স এখনও ১৯ পেরোয়নি, তার আগেই কোটিপতি ৩ ক্রিকেটার। আইপিএলের নিলামে অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের কোটি টাকায় কিনল ফ্র্যাঞ্চাইজিরা। 

2/11

Kamalesh speed upto 150 km per hour

ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারেন কমলেশ নাগরকোটি। নিউজিল্যান্ডে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর গতি চোখ টেনে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।

ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারেন কমলেশ নাগরকোটি। নিউজিল্যান্ডে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে তাঁর গতি চোখ টেনে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।

3/11

Kamlesh is sold 3.2 cr

কমলেশের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ৩.২ কোটি টাকায় কিনল কলকাতা নাইটরাইডার্স।

কমলেশের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ৩.২ কোটি টাকায় কিনল কলকাতা নাইটরাইডার্স। 

4/11

Kamlesh next star

ভবিষ্যতে তারকা হয়ে ওঠার যাবতীয় মশলা মজুত রয়েছে কমলেশের মধ্যে।

ভবিষ্যতে তারকা হয়ে ওঠার যাবতীয় মশলা মজুত রয়েছে কমলেশের মধ্যে।      

5/11

Prithvi is compared with Sachin Tendulkar

সচিন হয়ে ওঠার যাবতীয় সম্ভাবনা রয়েছে অনুর্ধ্ব ১৯ দলের পৃথ্বী সাউয়ের।

সচিন হয়ে ওঠার যাবতীয় সম্ভাবনা রয়েছে অনুর্ধ্ব ১৯ দলের পৃথ্বী সাউয়ের।

6/11

Prithvi may be next captain

অনুর্ধ্ব বিশ্বকাপে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। বিরাট কোহলির উত্তরসূরী হিসেবে তাঁকেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অনুর্ধ্ব বিশ্বকাপে তিনিই ভারতীয় দলের অধিনায়ক। বিরাট কোহলির উত্তরসূরী হিসেবে তাঁকেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

7/11

Prithvi sold for 1.2 cr

পৃথ্বীর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ১.২ কোটি টাকায় দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।

পৃথ্বীর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ১.২ কোটি টাকায় দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস। 

8/11

Subham gill is new talent

মারকুটে ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যেই পরিচিত শুভমান গিল। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে কামাল করছেন।

মারকুটে ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যেই পরিচিত শুভমান গিল। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাট হাতে কামাল করছেন। 

9/11

Subham compared with gill

অনেক ধরনের শট রয়েছে তাঁর। বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হচ্ছে তাঁকে।

অনেক ধরনের শট রয়েছে তাঁর হাতে। বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হচ্ছে তাঁকে। সদ্য কোহলির মতো শর্ট আর্ম জ্যাবে ছক্কা হাঁকিয়েছেন শুভমান গিল।

10/11

gill is bought for 1.8 cr

গিলকে ১.৮ কোটি টাকায় কিনল কলকাতা নাইটরাইডার্স।

গিলকে ১.৮ কোটি টাকায় কিনল কলকাতা নাইটরাইডার্স।

11/11

KKR fans will be delighted

এবার ইডেনে ছক্কার ফুলঝরি দেখতে পাবেন বাংলার ক্রিকেটভক্তরা। আর ইডেনের পিচে গতির ঝড় তুলবেন কমলেশ। এবার 'ডবল ধামাল' দেখতে পারবেন কেকেআর ভক্তরা।

এবার ইডেনে ছক্কার ফুলঝরি দেখতে পাবেন বাংলার ক্রিকেটভক্তরা। আর ইডেনের পিচে গতির ঝড় তুলবেন কমলেশ। এবার 'ডবল ধামাল' দেখতে পারবেন কেকেআর ভক্তরা।