ভারতের কোন পেসারকে খেলা সবচেয়ে চ্যালেঞ্জের? জানালেন অজি তারকা
Jul 20, 2020, 13:55 PM IST
1/5
সব কিছু ঠিকঠাক থাকলে করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের অন্যতম আকর্ষণ হতে চলেছে বছরের শেষে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়া-ভারত হাইভোল্টেজ টেস্ট সিরিজ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে।
2/5
দু'বছর আগে ডনের দেশে গিয়ে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে বিরাট এন্ড কোম্পানি। চলতি বছরের শেষে তাই অজিদের সামনে বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
photos
TRENDING NOW
3/5
শেষবার ভারতের বিরুদ্ধে সিরিজে ছিলেন না দুই তারকা ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। এবার দুজনেই থাকছেন। তবে অস্ট্রেলিয়া দলের এক্স ফ্যাক্টর হতে চলেছেন মার্নাস লাবুসানে। টেস্ট ক্রিকেটে পা রাখার পর থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন এই ডানহাতি অজি তারকা।
4/5
এদিকে ভারতের পেস বোলিং অ্যাটাক বর্তমানে বিশ্বের যে কোনও দলকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, উমেশ যাদবরা বিপক্ষ দলের যে কোনও ব্যাটসম্যানের কাছে ত্রাস সঞ্চার করতে পারে।
5/5
লাবুসানের মতে, ভারতের বিরুদ্ধে সিরিজে জশপ্রীত বুমরাহ বড় ফ্যাক্টর হতে চলেছেন। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ সবচেয়ে ভয়ঙ্কর, তাঁকে খেলা বেশ কঠিন মানছেন তিনি।