স্যান্ট্রো চড়ে নিজের বাড়িতে ফিরলেন হেতমপুর রাজবাড়ির জগন্নাথ

Jul 01, 2020, 19:40 PM IST
1/5

করোনা আবহে ভিড় না করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু বছরে একবার মাসির বাড়ি যাওয়া, তা কী করে বাদ দেবেন জগন্নাথ! অগত্যা একটু মডার্ন রথেই মাসির বাড়ি থেকে ফিরলেন বীরভূমের হেতমপুর রাজবাড়ির জগন্নাথ।

2/5

ছাই রঙা হুন্ডাই স্যান্ট্রো চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রথের মতোই ফুল দিয়ে সাজানো ছোট্ট গাড়িটি দেখতে কিন্তু মন্দ লাগছিল না। রথেরই মতো সামনে দড়ি বেঁধে একটু টানও দিলেন কেউ কেউ। আগে অবশ্য হাত ধুয়ে স্যানিটাইজার মেখে নিয়েছিলেন সকলে।

3/5

হেতমপুর গৌরাঙ্গ মঠের সভাপতি ভক্তি বাড়িদি ত্রিদন্ডী মহারাজ জানান, যেভাবে রথের দিন গাড়ি করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কে ঘোরানো হয়েছিল, ঠিক সেই ভাবেই আজ অর্থাৎ রথের সাতদিন পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মাসির বাড়ি থেকে নিয়ে আসা হল ।

4/5

আগে যে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা চাপতেন সেই রথটি সুদূর ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল অত্যাধুনিক পিতলের রথ। সেই রথেও অবশ্য স্টিয়ারিং, ব্রেক, সকার-সহ অন্যান্য যন্ত্রপাতি ছিল। কিন্তু এবারে রথ বের করলে ভিড় হবে সাধারণ মানুষের। বিধিভঙ্গও হবে। তাই স্যান্ট্রো গাড়িকেই রথ হিসাবে ব্যবহার করা হয় ।  

5/5

হেতমপুর রাজবাড়ীর পাশেই রয়েছে গৌরাঙ্গ মন্দির।  বিভিন্ন কারণে ২০০৭ সালে কুমার মাধবীরঞ্জন চক্রবর্তী ও সুরঞ্জন চক্রবর্তী মন্দিরটি গৌরাঙ্গ মঠের হাতে তুলে দেন।