Jammu Breaks Temperature Record: মার্চে সর্বোচ্চ তাপমাত্রার ৭৬ বছরের রেকর্ড ভাঙল দেশের এই শহর!

Mar 28, 2022, 18:42 PM IST
1/6

৭৬ বছরের রেকর্ড

Jammu Breaks Temperature Record 1

নিজস্ব প্রতিবেদন : ভাঙল ৭৬ বছরের রেকর্ড। সর্বোচ্চ তাপমাত্রার ৭৬ বছরের রেকর্ড ভাঙল এবার।

2/6

স্বাভাবিকের থেকে ৮.৪ ডিগ্রি বেশি

Jammu Breaks Temperature Record 2

সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরশুমে স্বাভাবিক তাপমাত্রার থেকে ৮.৪ ডিগ্রি বেশি।

3/6

মার্চ মাসে এত গরম!

Jammu Breaks Temperature Record 3

রবিবার দিন ভেঙে যায় ৭৬ বছরের রেকর্ড। এর আগে মার্চ মাসে জম্মুতে কখনও এত গরম পড়েনি। 

4/6

১৯৪৫ সালের ৩১ মার্চ

Jammu Breaks Temperature Record 4

এর আগে ১৯৪৫ সালের ৩১ মার্চ জম্মুর সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। 

5/6

শুষ্ক ও গরম আবহাওয়া

Jammu Breaks Temperature Record 5

ভারতীয় মৌসম ভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে। মৌসম ভবন সূত্রে পূর্বাভাস, শুষ্ক ও গরম আবহাওয়া আরও কিছুদিন চলবে। 

6/6

শ্রীনগরেও সর্বোচ্চ তাপমাত্রা বেশি

Jammu Breaks Temperature Record 6

শুধু জম্মু নয়, শ্রীনগরেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি বেশি রেকর্ড হয়েছে।