লিখতে হল, "আর করব না", সঙ্গে জরিমানা! এবারের মতো বেঁচে গেলেন ইংল্যান্ডের পেসার

Jul 19, 2020, 00:11 AM IST
1/5

এবারের মতো জরিমানা দিয়েই পার পেয়ে গেলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। তবে বড়সড় শাস্তি হতে পারত তাঁর। 

2/5

জরিমানার অঙ্কটাও কম নয়। ১৫ হাজার ডলার। সেইসঙ্গে লিখিত দিতে হল যে তিনি আর এমন ভুল কখনও করবেন না তবে গিয়ে সিরিজের তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর খেলতে আর কোনও বাধা রইল না।

3/5

জোফ্রা আর্চার বায়ো সিকিউরিটি প্রোটোকল ভেঙেছিলেন। তাঁর জন্য গোটা দল ও টিম ম্যানেজমেন্টের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছিল। 

4/5

ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছেন, আর্চারের জন্য ইংল্যান্ড ক্রিকেটের ক্ষতি হতে পারত কোটি কোটি পাউন্ড। ভেস্তে যেতে পারত গ্রীষ্মের বাকি সব ম্যাচ। এবারের মতো শুধু জরিমানা এবং লিখিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে পার পেয়ে যাচ্ছেন আর্চার।

5/5

টিম বাস ব্যবহার না করে ক্রিকেটাররা ব্যক্তিগত গাড়িতে এক ভেনু আরেকটিতে যেতে পারবেন। এমনই জানিয়েছিল ইসিবি। এই সুযোগে আর্চার তাঁর বান্ধবীর বাড়ি হাজির হয়েছিলেন। তিনি দলের বায়ো সিকিউরিটি প্রোটোকল ভাঙেন। আর্চারকে আপাতত ওল্ড ট্র্যাফোর্ডে একটি হোটেলের আলাদা রুমে আইশোলেশনে রাখা হয়েছে। তাঁর একবার করোনা টেস্ট হয়েছে। রেজাল্ট নেগেটিভ। আরও একবার পরীক্ষা হবে। তার পর তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।