1/11
সেলেবদের হেয়ারকাট
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে শ্রাবন্তী, পরমব্রত, প্রায়দিনই টলিপাড়ার সেলেবদের বিভিন্ন হেয়ারস্টাইলে দেখা যায়। হেয়ারস্টাইল, হেয়ারকাটের জন্য টলিপাড়ার সেলেবদের প্রথম পছন্দ জলি চন্দার স্যাঁলো এবং স্পা। সেলেবদের হেয়ারকাটের নানান ফান্ডা Zee ২৪ ঘণ্টা ডিজিটালের সঙ্গে শেয়ার করেছেন জলি।
2/11
স্বস্তিকার হেয়ারকাট
জলি বলেন, স্বস্তিকা (স্বস্তিকা মুখোপাধ্যায়) তো বেশিরভাগ সময়ই বব কাট করেন। উনি একদম শর্ট, ভীষণই এক্সপিরিমেন্টাল, অ্যাডভেঞ্চার্স, বোল্ড, হেয়ার কাট করতে পছন্দ করেন। তবে উনি আমার উপরই ছেড়ে দেন। এমনও হয়েছে ওকেঁ বলতে হয়, এতো ছোট করবেন না, আপনার কিন্তু চরিত্র আছে। স্বস্তিকা সবকিছু সুন্দরভাবে ক্যারি করতে পারে। আমার নিজের ক্রিয়েটিভিটি ওঁর উপর আমি প্রয়োগ করতে পারি।
photos
TRENDING NOW
3/11
অনন্যার হেয়ারকাট
4/11
তুহিনার হেয়ারকাট
5/11
পরমব্রতর হেয়ারকাট
জলি চন্দার কথায়, পরমব্রত (পরমব্রত চট্টোপাধ্যায়)র তো আবার কার্লি চুল। এক্কেবারে বাঙালিরা যেমন বলেন কার্তিকের মতো। চুল সামান্য বড় হলেই কোঁকড়াতে শুরু করে। ভিজে চুলে নয়, ওর চুল শুকনো অবস্থাতেই কাটতে হয়। আবার সবার হেয়ারলাইন ঠিক থাকে না। পরমের হেয়ারলাইন ন্যারো। তাই ওঁর চুল যদি বেশি ছোট করে দি, তাহলে হেয়ারলাইন খুব খারাপ দেখাবে। তবে ওকে মোহক হেয়ারকাটেই বেশি মানায়।
6/11
সৌরসেনীর হেয়ারকাট
7/11
শ্রাবন্তীর হেয়ারকাট
8/11
অর্পিতার হেয়ারকাট
9/11
প্রসেনজিতের হেয়ারকাট
জলি চন্দা জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও হেয়ারকাট নিয়ে এক্সপিরিমেন্ট করেন, তবে ওঁর মাথায় অনেকগুলো ঘূর্ণী আছে, সেটা বুঝে হেয়ারস্টাইল করতে হয়। সম্প্রতি 'আয় খুকু আয়', তার আগে 'গুমনামির জন্য ওঁকে প্রস্থেটিক মেকআপ করতে হয়েছে। টাক দেখাতে হয়ছে। তাই ওঁর কানের পাশের ঝুলপি কামিয়ে দিতে হয়েছে। তবে শুধু লকস উড়িয়ে দিলে তো হবে না, তখন ফেডেড হেয়ার কাট করতে হয়েছে। তবে উনি যাই করুন না কেন ভালো লাগে।
10/11
তৃনীলের হেয়ারকাট
11/11
মীরের হেয়ারকাট
মীরের (মীর আফসার আলী) হেয়ারকাট প্রসঙ্গে জলি চন্দা বলেন, সম্প্রতি একটা শো শুরু হওয়ার আগে মীর এসেছিলেন, ওঁর চুল তো আবার পাকা। তবে শোয়ে উনি যে ধরণে জামা কাপড় পরছিলেন, তাতে ইয়ং লুক প্রয়োজন ছিল। পাকা চুলে মানাচ্ছিল না, সেই মতোই ওঁর চুল কেটে দি, কালার করে দি। তবে সামান্য একটু কাঁচাপাকা চুল রেখেই হেয়ার কাট করেছি। যাকে বলে সল্ট পেপার লুক। উনি এখনও সেই লুকটাই চালিয়ে যাচ্ছেন।
photos