Kalyan Banerjee: শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের লড়াই, শ্বশুরকে "কালারফুল" আক্রমণ কল্যাণের!

Kalyan Banerjee attacks Dulal Chandra: ৮ বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে! কারণ...

Feb 22, 2025, 13:14 PM IST
1/5

কল্যাণের "কালারফুল" আক্রমণ!

Kalyan Banerjee attacks Dulal Chandra Das

অর্ণবাংশু নিয়োগী: তৃণমূলে আবারও পাওয়া গেল "কালারফুল " নেতার সন্ধান। মহেশতলার বিধায়ক দুলাল চন্দ্র দাসকে " কালারফুল" বলে সম্বোধন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 

2/5

কল্যাণের "কালারফুল" আক্রমণ!

Kalyan Banerjee attacks Dulal Chandra Das

শোভন-রত্নার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার সওয়াল -জবাবের সময়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রত্না চট্টোপাধ্য়ায়ের বাবা তথা মহেশতলার বিধায়ক দুলাল চন্দ্র দাসকে "কালারফুল" বলে সম্বোধন করেন।

3/5

কল্যাণের "কালারফুল" আক্রমণ!

Kalyan Banerjee attacks Dulal Chandra Das

কলকাতা হাইকোর্টে শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, "দুলাল চন্দ্র দাস বিধানসভায় আসতে পারছেন, অথচ বয়সের যুক্তি দেখিয়ে আলিপুর কোর্টে যেতে পারছেন না। তিনি একটি পুরসভার চেয়ারম্যান, সেখানকার কাজ রোজ সামলাচ্ছেন। কিন্তু বয়সের যুক্তিতে আদালতে যেতে পারছেন না!" 

4/5

কল্যাণের "কালারফুল" আক্রমণ!

Kalyan Banerjee attacks Dulal Chandra Das

আরও বলেন, "তিনি বজবজে নির্বাচনের দ্বায়িতে ছিলেন, সেটা পালন করেছেন, অথচ বয়সের যুক্তিতে আদালতে যেতে পারছেন না!" এরপর রত্না চট্টোপাধ্য়ায়েরও কড়া সমালোচনা করেন তিনি। বলেন, "আলিপুর আদালতে যে ভষায় কথা বলেছেন রত্না চট্টোপাধ্যায় তা প্রকাশ্যে মুখে আনা যায় না। আদালত কি মামাবাড়ি নাকি? যখন যা ইচ্ছা হল করব?" 

5/5

কল্যাণের "কালারফুল" আক্রমণ!

Kalyan Banerjee attacks Dulal Chandra Das

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি এখন সম্মানজনক , সুষ্ঠু জীবন চাই। আমি ক্লান্ত হয়ে পড়েছি মামলার দীর্ঘসূত্রিতার কারণে। ৮ বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে! এই জাতীয় মামলার দ্রুত নিষ্পত্তি করা হয়। কিন্তু এই মামলা আট বছর চলছে। কারণ রত্না চট্টোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন, "ডিভোর্স দেব না!"