মৌর্য যুগের বন্দর-এলাকা বাঁশবেড়িয়ায় কে শুরু করল হালের বর্ণিল এই কার্তিকপুজো?
Bansberia Kartika Puja: বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ইতিহাস অতি প্রাচীন। মৌর্য যুগে অঞ্চলটি ভারতের সব থেকে বড় বন্দর-এলাকা হিসেবে পরিচিত ছিল। ছিল সপ্তগ্রাম বন্দর। তখন শূদ্র ও ক্ষত্রিয় সম্প্রদায় এখানে শক্তিশালী ছিল। এঁরাই শক্তি অর্জনের জন্য কার্তিকের আরাধনা করত। পরবর্তীকালে সপ্তগ্রাম বন্দরকে ঘিরে ব্যবসা-বাণিজ্যের স্বার্থে বণিক সম্প্রদায় এখানে বসবাস করতে শুরু করে। সেই বণিক সম্প্রদায়ই পরে তাদের বংশরক্ষার্থে কার্তিক পুজো শুরু করে।
বিশ্বজিৎ সিংহরায়: বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ইতিহাস অতি প্রাচীন। মৌর্য যুগে অঞ্চলটি ভারতের সব থেকে বড় বন্দর-এলাকা হিসেবে পরিচিত ছিল। ছিল সপ্তগ্রাম বন্দর। তখন শূদ্র ও ক্ষত্রিয় সম্প্রদায় এখানে শক্তিশালী ছিল। এঁরাই শক্তি অর্জনের জন্য কার্তিকের আরাধনা করত। পরবর্তীকালে সপ্তগ্রাম বন্দরকে ঘিরে ব্যবসা-বাণিজ্যের স্বার্থে বণিক সম্প্রদায় এখানে বসবাস করতে শুরু করে। সেই বণিক সম্প্রদায়ই পরে তাদের বংশরক্ষার্থে কার্তিক পুজো শুরু করে। এছাড়াও বন্দর-সংলগ্ন এলাকায় যৌন ব্যবসায়ীদের এবং যৌনকর্মীদের বাস ছিল। তারাও কার্তিক পুজো করত। তবে বণিক সম্প্রদায়ের এই কার্তিক পুজোর প্রায় ২০০ বছর আগে কার্তিক পুজো শুরু করেছিল কাংস্য বণিকের এক পরিবার। সেখান থেকেই আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কার্তিক পুজো।