'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

Aug 07, 2018, 20:25 PM IST
1/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 10

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

শুধু রাজনীতি নয়, রাজনীতির বাইরেও শিল্পী হিসাবেও তাঁর বিশেষ মর্যাদা রয়েছে তামিলনাড়ুতে। একদিকে সিনেমার চিত্রনাট্যকার ও সাহিত্যিক হিসাবেও বিশেষ খ্যাতি রয়েছে এম করুণানিধির।

2/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 9

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

১৯ ৪৭ সালে রাজকুমারী ছবির চিত্রনাট্য লেখেন এম করুণানিধি, এটাই তঁর লেখা প্রথম সিনেমার চিত্রনাট্য  

3/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 8

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

১৯৫০ সালে মানথিরি কুমারী ছবির চিত্রনাট্যও লেখেন এম করুণানিধি, যে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তামিল সুপারস্টার এমজিআর।

4/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 7

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

১৯৫২ সালে পারাশক্তি ছবির চিত্রনাট্যও করুণানিধির লেখা, যে ছবিটিকে অমর করে তোলেন শিবাজী গণশন ও এস এস রাজেন্দ্রন। ছবিটি তিন ভাই ও এক বোনের গল্প। যার চিত্রনাট্য হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়ার উপর ভিত্তি করে লিখেছিলেন করুণানিধি।

5/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 6

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

১৯৫৪ সালে মনোহরা ছবির চিত্রনাট্য লেখেন করুণানিধি

6/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 5

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

১৯৫৬ সালে রঙ্গুন রাধা ছবির চিত্রনাট্যও এম করুণানিধির লেখা।

7/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 5

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

১৯৬৩ সালে ইরুভার উলাম ছবির চিত্রনাট্য লেছেন এম করুণানিধি। এই ছবির চিত্রনাট্য কিছুটা বিদ্রুপাত্মক ইঙ্গিতে লেখা, একজন নারী ও পুরুষের প্রেমের গল্পই উঠে এসেছে, তবে এই ছবির কারণে অনেক আক্রমণাত্বক মন্তব্য শুনতে হয় করুণানিধিকে।

8/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 4

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

১৯৭২ সালে পিল্লাইও পিল্লাই ছবির চিত্রনাট্য লেখেন করুণানিধি। এই ছবির চিত্রনাট্যেও তাঁর রাজনৈতির আদর্শের ছাপ পাওয়া যায়।

9/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 3

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

১৯৮৯ সালে 'নয়া থারাসু' ছবির চিত্রনাট্যও লেখেন এম করুণানিধি। এই ছবিতে অভিনেত্রী রাধা নক্সাল আন্দোলনকারীর ভূমিকায় অভিনয় করেন, যিনি প্যারোলে জেল থেকে ছাড়া পান।

10/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 2

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

 ২০০৮ সালে 'ওলেই ওসাই' ছবির চিত্রনাট্যও লেখেন এম করুণানিধি, ছবিটি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও ছবিতে করণানিধির লেখা বেশকিছু ডায়ালগ দর্শকদের মন জয় করে।

11/11

Karunanidhi, the first superstar of screenwriting in tamil cinema 1

'কলাইনার' করুণানিধির সেলুলয়েড জীবন

শেষবার ২০১১ সালে পুন্নর শঙ্কর ছবিতে শেষবার চিত্রনাট্য লেখেন এম করুণানিধি। এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যায় দক্ষিণী অভিনেতা প্রশান্তকে। ছবিটি বক্স অফিসে সাফল্যও পায়।