Durga Puja 2022: তিস্তাপারের বৃত্তান্তে 'আজ শরতে কাশের বনে হাওয়ার লুটোপুটি'
কাশ বললেই এক ঝাঁক উজ্জ্বল রোদ্দুরের মতো একটা অনুভূতি হয় যেন বাঙালির। আসলে শিউলি আর কাশ ফুলের মাধ্যমেই বাঙালির শারদোৎসবের শুরু। ক্যালেন্ডারের পাতায় শরৎ এলেই নদীতীরে ফুটে ওঠে কাশ। আদিগন্ত বিস্তৃত কাশফুলের মেলা চোখ ও মনকে এক অনন্য তৃপ্তি দেয়। বাতাসের স্পর্শ বদলায়, রোদের রং বদলায়। নদীর স্রোতভার অন্য বিভঙ্গে বয়ে যায়। পুজো আসছে বলে বুঝতে পারে বাঙালি। তার মন যেন গুনগুন করে ওঠে-- 'আমরা বেঁধেছি কাশের গুচ্ছ'। তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস
প্রদ্যুৎ দাস: কাশ বললেই এক ঝাঁক উজ্জ্বল রোদ্দুরের মতো একটা অনুভূতি হয় যেন বাঙালির। আসলে শিউলি আর কাশ ফুলের মাধ্যমেই বাঙালির শারদোৎসবের শুরু। ক্যালেন্ডারের পাতায় শরৎ এলেই নদীতীরে ফুটে ওঠে কাশ। আদিগন্ত বিস্তৃত কাশফুলের মেলা চোখ ও মনকে এক অনন্য তৃপ্তি দেয়। বাতাসের স্পর্শ বদলায়, রোদের রং বদলায়। নদীর স্রোতভার অন্য বিভঙ্গে বয়ে যায়। পুজো আসছে বলে বুঝতে পারে বাঙালি। তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস
আজ শরতে
![আজ শরতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/24/390858-kash1.png)
মনোমুগ্ধকর
![মনোমুগ্ধকর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/24/390857-kash2.png)
এমনই মনোমুগ্ধকর কাশবনের সৌন্দর্য দেখা গেল জলপাইগুড়ির তিস্তার তীরে। সব বয়সের মানুষ এখন ভিড় করছেন শহরছুঁয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর ধারে। কেননা তিস্তার চরে ফুটেছে কাশফুল। ইদানীং সকাল থেকেই শুরু হয়ে যায় চরে গিয়ে কাশফুল দেখা ও তার ছবি তোলা। অনেকে ফুল তুলেও আনছেন। নদীর জল এখন তেমন নেই বললেই চলে। শরতের মেঘ উড়ে বেড়াচ্ছে আকাশে। আর তিস্তা নদীর বুকে কাশফুলের সৌন্দর্য। শহরের এবং শহরের বাইরের মানুষ সেই সৌন্দর্য উপভোগ করছেন। তথ্য ও ছবি: প্রদ্যুৎ দাস
TRENDING NOW
বালির চরে কাশ
![বালির চরে কাশ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/24/390856-kash3.png)
তিস্তাপারের কাশবনে
![তিস্তাপারের কাশবনে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/24/390855-kash4.png)
তিস্তাপারের বৃত্তান্ত
![তিস্তাপারের বৃত্তান্ত](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/24/390853-kash5.png)
আবারও সেই পুরনো আবেগ
![আবারও সেই পুরনো আবেগ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/24/390851-kash6.png)
'শারদোৎসব'
!['শারদোৎসব'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/09/24/390850-kash7.png)