এখনই সম্পূর্ণ লকডাউনের কোনও পরিকল্পনা নেই, জানালেন কেরলের মুখ্যমন্ত্রী

Jul 25, 2020, 13:48 PM IST
1/5

দেশে প্রথম গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছিল 'মডেল' কেরালাতেই। করোনা মোকাবিলায় আবারও রাজ্যে লকডাউন করা উচিত্ কিনা সে বিষয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৈঠকের পর তাতে সর্বসম্মতিতে নেওয়া সিদ্ধান্তের কথা জানালেন তিনি।  

2/5

শুক্রবারের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "দুটি বাদ দিলে বাকি সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজ্যজুড়ে লকডাউনের বিপক্ষে।" সে কারণে সর্বসম্মতিক্রমে আপাতত লকডাউনের কোনও পরিকল্পনা নেই বলে জানালেন তিনি।

3/5

তবে, যে এলাকা বা জোনগুলিতে করোনা সংক্রমণ বেশি বা গোষ্ঠী সংক্রমণ ভিত্তিক এলাকাগুলিতে অন্য নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেই এলাকাগুলি চিহ্নিত করে সেখানে কড়া লকডাউন করা হবে বলে জানিয়েছেন তিনি।

4/5

শুক্রবার কেরলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা তার আগের দুই দিনের থেকে কম হওয়ায় আপাতত এ পথে এগোনোই শ্রেয় বলে মনে করছেন তিনি। এই পন্থাই সমর্থন করেছেন সব দলের প্রতিনিধিরা।

5/5

শুক্রবার কেরলে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৫ জন। প্রাণহানির সংখ্যা ৪। এদিকে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে ৯৬৮ জন।