EXPLAINED | KKR IPL 2025 Retention: শ্রেয়স-স্টার্ককে ছাঁটল কেকেআর! রাসেল-নারিন কি থাকলেন? এই ৬ ক্রিকেটারকে বাছল কলকাতা

KKR IPL 2025 Retention: শ্রেয়স-স্টার্ককে ছেঁটে ফেলল কেকেআর! এই ৬ ক্রিকেটারকে রাখল শাহরুখের টিম, রইল তালিকা

Oct 31, 2024, 18:27 PM IST
1/7

কেকেআর আইপিএল রিটেনশন

 KKR IPL 2025 Retention

৩১ অক্টোবর অর্থাত্‍ বৃহস্পতিবার বিকেলের ভিতর ১০ দলকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিতে হত।  বিসিসিআই-এর নির্দেশ মতোই কলকাতা নাইট রাইডার্সও জানিয়ে দিল যে, আগামী মরসুমে কোন ৬ ক্রিকেটারকে ধরে রাখা হবে। শাহরুখের টিম রেখে দিল আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। বাদ অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক নীতীশ রানা ও তারকা পেসার মিচেল স্টার্ক!  

2/7

আন্দ্রে রাসেল

Andre Russell

আন্দ্রে রাসেলের উপরে কেকেআরের বরাবর ভরসা। এবারও তার অন্যথা হল না। রাসেল আইপিএলে চব্বিশে ৯ ইনিংসে ২২২ রান করেছিলেন। সেই সঙ্গে ১৪ ইনিংসে বল করে ১৯টি উইকেটও নেন তিনি। ক্য়ারিবিয়ান অলরাউন্ডারকে নিয়েই এগিয়ে যাবে টিম। 

3/7

সুনীল নারিন

Sunil Narine

আন্দ্রে রাসেলের মতো সুনীল নারিনও কেকেআরের ঘরের ছেলে। নাইট ম্য়ানেজমেন্ট নারিনের উপরেও আস্থা রাখল। চব্বিশের আইপিএলে সুনীল ছিলেন আগুনে ফর্মে। ৪৮৮ রান করার পাশাপাশি ১৭টি উইকেট নিয়ে হয়েছিলেন  টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। নারিন ২০১১ সাল থেকে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। ২০২৩ সালের নভেম্বরে দেশের জার্সি তুলে রাখেন তিনি। ২০১৯ সালের পর থেকে আর তাঁকে দেখা যায়নি দেশের জার্সিতে। তবে নারিন কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন এই বছর আইপিএলেই। তাও আবার ৩৫ বছর ৩২৬ দিন বয়সে। 

4/7

রিঙ্কু সিং

Rinku Singh

রিঙ্কু সিং নাইটদের ঘরের ছেলে। আইপিএল চব্বিশে যদিও সেভাবে তিনি ছন্দে ছিলেন না। ১১ ইনিংসে মাত্র ১৬৮ রান করেছিলেন। তবে এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশার হিসেবে রিঙ্কু নিজেকে প্রমাণ করেছেন। ২০২৩ সালের আইপিএল-এর ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। সর্বোচ্চ লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৩ বলে অপরাজিত ৬৭ রান। গড় ছিল ৫৯.২৫। স্ট্রাইক রেট ছিল ১৪৯.৫৩। সঙ্গে ছিচারটি অর্ধ শতরান। এরপর থেকে আর রিঙ্কুরে পিছন ফিরে তাকাতে হয়নি। খুলে যায় জাতীয় দলের দরজাও। রিঙ্কুও থাকছেন কেকেআরে।

5/7

হর্ষিত রানা

Harshit Rana

তরুণ ভারতীয় পেসার হর্ষিত রানা চলতি বছর আইপিএলে আলো কেড়ে নিয়েছিলেন। দুরন্ত বল করেছিলেন নয়াদিল্লির বছর বাইশের বাসিন্দা। তিনি নিজেকে অত্যন্ত পরিণত করে তুলেছেন। রিটেনশনের আগে পর্যন্ত জাতীয় দলের হয়ে অভিষেক না হলে হর্ষিতকে ধরে রাখতে পারে কেকেআর। হর্ষিত এবার আইপিএলে ১১ ম্য়াচে বল করে ১৯ উইকেট তুলে নেন। দলে বিশ্ববন্দিত মিচেল স্টার্ক থাকা সত্ত্বেও, কেকেআরের সেরা পেসার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন রানা!

6/7

বরুণ চক্রবর্তী

Varun Chakaravarthy

থাকছেন স্পিনার বরুণ চক্রবর্তীও। কেকেআরের জার্সিতে আলাদাই ছাপ ফেলেছেন তিনি।  

7/7

রমনদীপ সিং

Ramandeep Singh

ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা রমনদীপ। কেকেআরের হয়ে খেলেই তাঁর জাতীয় দলের দরজা খুলে যায়। রমনদীপকেও রেখে দিল কেকেআর