MS Dhoni-Sourav Ganguly: 'তখন আচমকাই ...'! ১৬ বছর আগের ঘটনায় ধোনির বিস্ফোরণ! ভারতীয় ক্রিকেট তোলপাড়...
MS Dhoni On Sourav Ganguly: ১৬ বছর আগের ঘটনার স্মৃতিচারণা করলেন এমএস ধোনি। তাঁর আলোচনায় উঠে এল সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
1/5
এমএস ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়
ভারতীয় ক্রিকেটের সর্বকালের দুই সেরা অধিনায়কের নাম সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও এমএস ধোনি। খুব কঠিন সময়ে বুক চিতিয়ে, কলার উঁচু করে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ। আগামীর সব তারকাদের চিনে নিয়ে তাঁদের লালন করেছেন। সৌরভই খুঁজে নিয়েছিলেন ধোনিকেও। সৌরভের টিম ইন্ডিয়াকে মাহি নিয়ে গিয়েছিলেন অন্য় উচ্চতায়। জোড়া বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে ধোনিই প্রকৃতপক্ষে সৌরভকে দিয়েছিলেন অনন্য় সম্মান।
2/5
সৌরভের শেষ টেস্ট
২০০৮ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেই সৌরভ আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছিলেন আলবিদা। তখন অধিনায়ক ছিলেন ধোনি। আর সৌরভের নেতৃত্বেই ধোনির আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ধোনি চেয়েছিলেন, সৌরভের জীবনের শেষ টেস্ট হোক স্মরণীয়। ফলে মহারাজের হাতে ক্য়াপ্টেনসির ব্য়াটন তুলে দিয়েছিলেন ধোনি। যে ঘটনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। ধোনি সম্প্রতি এক ইভেন্টে সেই নিয়ে মুখ খুললেন।
photos
TRENDING NOW
3/5
সৌরভের ফেয়ারওয়েল ম্য়াচ নিয়ে ধোনি যা বললেন...
'ভারতের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়কের নাম সৌরভ। আমার দলের তরফে ফেয়ারওয়েল দেওয়ার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারত? কেরিয়ারের শেষ দিন টেস্ট ম্য়াচে দাঁড়িয়ে সৌরভ। এতদিন দলকে নেতৃত্ব দিয়ে মানুষটি গুডবাই বলছেন। তাহলে কেন নয়, ফলাফলে তো কোনও ফারাক পড়ছে না। এটাই ছিল সৌরভকে নেতৃত্বভার তুলে দেওয়ার কারণ। আমি জানি না সৌরভ বিষয়টি উপভোগ করেছিল কিনা! কিন্তু কোনও কিছুই পরিকল্পিত ছিল না। আচমকাই সব হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এটা করারই দরকার ছিল। আমি ভেবেছিলাম তাকে বিদায় জানানোর এটাই সেরা উপায়- সে মাঠে নেতৃত্ব দিক। সে ১৫-২০ মিনিটের জন্যই হোক না কেন!'
4/5
ধোনির প্রশংসায় সৌরভ
বরাবরই সৌরভ ভূয়সী প্রশংসা করেছেন ধোনির। গতবছর এক অনুষ্ঠানে সৌরভ বলেছেন, 'এমএস ধোনির কথা উঠলে শুধু তাঁর খেলা ম্যাচগুলি নিয়ে আলোচনা হবে না। ভারতীয় ক্রিকেটে ওর প্রভাব নিয়ে কথা বলতে হবে। ও একজন চ্যাম্পিয়ন। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্যে একজন। রাঁচির মতো জায়গা থেকে উঠে এসে একাধিক বিশ্বকাপ জেতা! রাঁচি থেকে সেভাবে ক্রিকেটারই উঠে আসে না। আমার গর্ব হয় এটা ভেবে যে, ভারতের দুই সফলতম অধিনায়ক এমন জায়গা থেকে উঠে এসেছে, যে জায়গা নিয়ে মানুষ ভাবে যে, ক্রিকেট সেখানে তেমন ভালো নয়। এখানেই এমএস ধোনি। দেখতে গেলে ওর চারপাশের একাধিক প্রজন্মের ক্রিকেটারদের বদলে দিয়েছে। তাদের বিশ্বাস করিয়েছে যে, তারাও সফল হতে পারে।'
5/5
এমএস ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়
photos