Winter Vegetables: শীতে সুস্থ থাকতে এই সবজিগুলি বেশি খান

| Nov 08, 2021, 17:52 PM IST
1/7

শীতের নতুন সবজি

winter vegetables

শীত আসছে, আসছে শীতের নতুন সবজিও। এখন বাজারে গেলে শীতের আনাজগুলির মুখ দেখা দিতে শুরু করেছে। এমন কয়েকটি শীতকালীন সবজি আছে যেগুলি শুধু সুস্বাদুই নয়, যেগুলির পুষ্টিগুণও যথেষ্ট বেশি। আসন্ন  শীতে প্রতিদিনের খাদ্যতালিকায় সেগুলি রাখলে স্বাস্থ্যের উপকার হবে।

2/7

গাজর

carrot

যেমন গাজর। গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। বিটা ক্যারোটিন সমৃদ্ধ গাজর চোখের সমস্যা থেকেও রক্ষা করে। লিভার ভাল রাখে। দাঁতের সুরক্ষাতেও গাজর অত্যন্ত কার্যকর বলে শোনা যায়।  

3/7

ফুলকপি

cauliflower

তবে শীতের আনাজ বললে প্রথমেই যার কথা মনে আসে, তা হল ফুলকপি। ফুলকপি ভাজা হো‌ক বা আলু-ফুলকপির তরকারি-- এর কোনও জবাব নেই। এতে আছে প্রচুর ক্যালশিয়াম, ভিটামিন, মিনারেল, অ্যান্টি-অক্সিড্যান্ট।

4/7

বাঁধাকপি

cabbage

আর কপির কথা উঠলে বাঁধাকপির কথা বলতেই হয়। শীতকালে খিচুড়ির সঙ্গে বাঁধাকপির তরকারি দারুণ কম্বিনেশন। বাঁধাকপিতে আছে ফসফরাস। নানা ভাবে রোগ প্রতিরোধে সাহায্য করে বাঁধাকপি।

5/7

শিম

Beans

শিমের বীজে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট। এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান হৃদ্‌রোগও নিয়ন্ত্রণ করে। শোনা যায় চুলের জন্যেও শিম খুব উপকারী।

6/7

পালং

spinach

পালংশাক ছাড়া শীত যেন ভাবাই যায় না। পালংশাকের রুটি করে খাওয়া যায়। হরেক রান্নায় পালংশাক দেওয়া যায়। পালংয়ে প্রচুর আয়রন ও খনিজ আছে। 

7/7

কড়াইশুটি

peas

 শীত মানেই কড়াইশুটি। খিচুড়িতে কড়াইশুটি দিলে খিচুড়ির স্বাদই বদলে যায়। কড়াইশুটির তরকারি তো অমৃত। আরও নানা ভাবে কড়াইশুটি খাওয়া যায়। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোলেস্টেরল কমায়। সুগার নিয়ন্ত্রণে রাখে।