ঘণ্টাখানেকের মধ্যে কলকাতা ও শহরতলিতে হানা দিতে চলেছে কালবৈশাখি

Apr 05, 2019, 19:09 PM IST
1/5

চৈত্রের সন্ধ্যায় কলকাতায় ফের আছড়ে পড়তে চলেছে কালবৈশাখি। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে বলে প্রথম জানায় zee24ghanta.com।

2/5

রেডার ছবি বলছে, ইতিমধ্যে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর ও হুগলির একাংশে। কিছুক্ষণের মধ্যে ঝড়বৃষ্টি শুরু হবে হাওড়া ও উত্তর ২৪ পরগনার একাংশে।

3/5

রেডার ছবি অনুসারে, আনুমানিক রাত ৮টার মধ্যে যে কোনও সময় কলকাতায় শুরু হতে পারে ঝড় উঠতে পারে। ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতা। 

4/5

শুক্রবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে কালবৈশাখি। এদিন প্রথম ঝড় ওঠে পুরুলিয়ায়। ধীরে ধীরে দুর্যোগ এগোয় বাঁকুড়ার দিকে। এদিন গোটা বাঁকুড়া জেলায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। 

5/5

প্রবল ঝড়বৃষ্টি হয়েছে ঝাড়গ্রামেও। বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। রেডার ছবি অনুসারে, কিছুক্ষণের মধ্যে কালবৈশাখির ঝড় উঠতে চলেছে কলকাতায়। উত্তর শহরতলিতে দুর্যোগের তীব্রতা দক্ষিণের থেকে বেশি হতে পারে।