Kalipuja 2023: কলকাতার সবচেয়ে উঁচু কালী, মায়ের মৃত্যুশোক বুকে চেপেই আরেক মায়ের চক্ষুদান শিল্পীর!

Kalipuja 2023: পেশার প্রতি অসাধারণ মমত্ব। মায়ের মৃত্যুশোক চেপে আরেক মায়ের চক্ষু দান করলেন শিল্পী।  

Nov 08, 2023, 16:57 PM IST
1/5

কলকাতার উচ্চতম কালী প্রতিমা

অয়ন ঘোষাল: সামনেই কালীপুজো। কলকাতার উচ্চতম কালী প্রতিমা তৈরি করছেন ৪৬ বছরের প্রাণ কেষ্ট পাল। বাড়ি চন্দননগর। পেশার প্রতি অসাধারণ মমত্ব তাঁর।

2/5

কলকাতার উচ্চতম কালী প্রতিমা

পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির ৩২ ফুটের বড় কালীর উদ্বোধন ১০ তারিখ। তাঁর চক্ষু দান বুধবার সকালে হওয়ার কথা। এমন সময়ে এল দুঃসংবাদ।   

3/5

কলকাতার উচ্চতম কালী প্রতিমা

কাল রাতে হঠাৎ বাড়ি থেকে খবর এল, প্রাণ কেষ্ট বাবুর মা পরলোক গমন করেছেন। মাথায় বাজ পড়ল পুজো উদ্যোক্তাদের। কি হবে এবার? চক্ষুদান না হলে তো মায়ের পুজো হবে না। 

4/5

কলকাতার উচ্চতম কালী প্রতিমা

উদ্বোধনের দিন এগিয়ে আসছে। বরাভয় দিয়ে শিল্পী নিজেই জানালেন, তিনি বুকে মাতৃবিয়োগের যন্ত্রণা চেপে রেখে আরেক মায়ের চক্ষু দান করে, তবেই যাবেন নিজের মায়ের অন্তিম সংস্কার করতে।

5/5

কলকাতার উচ্চতম কালী প্রতিমা

বিগত ১৫ বছর ধরে কলকাতার বড় কালী তৈরি করে আসছেন প্রাণ কেষ্ট। তার আগে তাঁর বাবা নারায়ণ পাল এই প্রতিমা গড়েছেন একটানা ৩৫ বছর। তাই ৯৬ বছরে পা রাখা শহরের প্রাচীনতম কালীপুজোতে ছেদ পড়তে দিলেন না প্রাণ কেষ্ট। প্রায় কাল শেষ রাত থেকে চক্ষুদান পর্ব শুরু করে, আজ ভোরের প্রথম লোকালে গেলেন চন্দননগর।