1/6
Volkswagen Beetle
2/6
Volkswagen Beetle
৮১ বছরে প্রায় ২ কোটিরও বেশি বিটল বিক্রি হয়েছে বিশ্বজুড়ে। বিশ্বের সব থেকে বেশি দিন ধরে উত্পাদন হতে থাকা গাড়ি এটি। বিংশ শতাব্দীর ত্রিশ-এর দশকে জার্মানির বাজারে এলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিক্রি শুরু হয় এই গাড়ির। বিশ্বযুদ্ধের সময়েও নাত্সি বাহিনীর অফিসারদের বাহন ছিল এই গাড়ি। ছোট্ট গোল আকারের জন্য জার্মানরা এর নাম দেন 'কাফের'। বাংলায় কাফের অর্থ পোকা। ইংরাজিতে বিটল।
photos
TRENDING NOW
3/6
Volkswagen Beetle
5/6
Volkswagen Beetle
6/6
Volkswagen Beetle
কেন থমকে গেল ৮১ বছরের পথ চলা? বিশেষজ্ঞদের মতে বিটলের এই ডিজাইন বর্তমান বাজারের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি। এখন এই দামে বাজারে চাহিদা লম্বা সিডান ও কম্প্যাক্ট এসইউভি-এর। তাই প্রতোযোগিতায় এগিয়ে থাকতে পারেনি বিটল। ভোক্সভাগেনে বিটলের বিক্রি কমে যাওয়ায় লাভ করতে পারছিল না সংস্থা। নতুন রূপে এই গাড়ি আনার কথা ভেবেছিল সংস্থা। কিন্তু এই আইকনিক ডিজাইন পাল্টাতে চাননি ডিজাইনাররা। শেষমেষ ১০ জুলাই মেক্সিকো-তে সামনে এল শেষ বিটল।
photos