WB Weather Update: আগামী ২-৩ দিনে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে ঢুকবে বর্ষা জানাল হওয়া অফিস

WB Weather Update: গুমোট রয়েছ, সঙ্গে মেঘলা। বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন মানুষজন। বৃষ্টির কথা শোনাল আবহাওয়া দফতর

Jun 19, 2024, 18:21 PM IST
1/6

গুমোট কাটবে কবে

গুমোট কাটবে কবে

আকাশে মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি? অথচ উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের গুমোট গরম থেকে মুক্তি পেয়ে মানুষ মুখিয়ে রয়েছে বৃষ্টির জন্য কিন্তু সেই বৃষ্টি আসবে কবে?-তথ্য-অয়ন ঘোষাল

2/6

মৌসুমী বায়ু

মৌসুমী বায়ু

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছ, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু। আর দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমী বায়ু। -তথ্য-অয়ন ঘোষাল

3/6

কলকাতা

কলকাতা

কলকাতায় মেঘলা আকাশ থাকবে। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাস বইতে পারে। -তথ্য-অয়ন ঘোষাল  

4/6

দক্ষিণে বৃষ্টি

দক্ষিণে বৃষ্টি

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই তিন দিনে বৃষ্টি বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বার্ণপুর এবং আসানসোলে ভারী বৃষ্টি হয়েছে অথচ ২৪ ঘন্টায়। -তথ্য-অয়ন ঘোষাল

5/6

পাহাড়ে বৃষ্টি

পাহাড়ে বৃষ্টি

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে বজ্রপাতের সতর্কতা। -তথ্য-অয়ন ঘোষাল

6/6

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গ

৩১ মে উত্তরবঙ্গে বৃষ্টি এসেছিল নির্ধারিত সময়ের ৭-৮ দিন আগে। দক্ষিণবঙ্গে নির্ধারিত সুচি অনুযায়ী ১১ই জুন বর্ষা আসার কথা। কিন্তু দিন পার হয়ে গেলেও বর্ষার দেখা নেই। আবহাওয়া দপ্তরের আশা আগামী দুই থেকে তিন দিনে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। তবে এই রকম উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বর্ষা আসার পার্থক্য বেশি হলেও অস্বাভাবিক নয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।-তথ্য-অয়ন ঘোষাল