বন্ধু বাহিনী! হাত বাড়িয়ে তুলে নিল কোলে, সাহায্য করল ভোট দিতে

May 19, 2019, 18:24 PM IST
1/5

মৌমিতা চক্রবর্তী : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বেনজির অত্যাচারের অভিযোগে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাহিনী ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থীরা। কিন্তু, উত্তর ২৪ পরগনায় ধরা পড়ল সম্পূর্ণ বিপরীত ছবি।  

2/5

বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে কোলে করে ভোটকেন্দ্রের ভিতরে নিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোট দিতে সাহায্য করেন।

3/5

ভোট দেওয়ার পর আবার কোলে করে নিয়ে এসেই গাড়িতে বসিয়ে দেন তাঁরা।  

4/5

মানবিক এই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়েছে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত কামারহাটি বিধানসভার যতীনদাস নগরের বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যাপীঠের ২১১ নম্বর বুথে।

5/5

৪ নম্বরে যতীন দাস নগরে বাড়ি ভোটার বিমলরঞ্জন ঘোষের। বয়স ৬৯ বছর। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তাঁর নাগরিক দায়িত্ব পালনকে কুর্নিশ জানান ওই কেন্দ্রের অন্য ভোটাররাও।