বাংলায় কমছে তৃণমূল, বাড়ছে বিজেপি, ইঙ্গিত আরও একটি জনমত সমীক্ষার

Mar 29, 2019, 21:09 PM IST
1/6

রাজ্যে বিজেপির উত্থানের আভাস দিচ্ছে সবকটি জনমত সমীক্ষাই। শুক্রবার নিয়েলসনের সমীক্ষাতেও তার ব্যতিক্রম ঘটল না।   

2/6

পশ্চিমবঙ্গে ২২ থেকে ২৩টি আসন জেতার লক্ষ্য নিয়েছে বিজেপি। আর তা নিশ্চিত করতে তৃণমূল নেতাদের ভাঙিয়ে এনেছেন মুকুল রায়। কিন্তু তা সত্ত্বেও দু'অঙ্কের আসনে পৌঁছতে পারছে না গেরুয়া শিবির। 

3/6

নিয়েলসনের জনমত সমীক্ষার আভাস, রাজ্যে বিজেপি পেতে পারে ৮টি আসন। 

4/6

বিজেপির উত্থানের জেরে গতবারের চেয়ে আসন কমছে তৃণমূলের। ৩১টি আসন পেতে পারে ঘাসফুল, ইঙ্গিত নিয়েলসনের সমীক্ষার।

5/6

বাকি বিরোধীদের কী অবস্থা? গতবার ৪টি আসন পেয়েছিল কংগ্রেস। এবার তা একটি কমে দাঁড়াচ্ছে ৩টি আসনে। তবে বামফ্রন্টের খাতায় আসছে শূন্য আসনে। রাজ্যে খালি হাতেই থাকতে হচ্ছে বিমান বসুদের।

6/6

এর আগে ভিএমআর-এর জনমত সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল, রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৩১টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাকি ১১টি আসন পেতে পারে বিজেপি