উলটপুরাণ! ভারত-পাকিস্তান সুসম্পর্কের জন্য মোদীকেই চাইছেন ইমরান খান

Apr 09, 2019, 23:57 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: এতো উলটপুরাণ! দুদিন আগেও মোদীর নামে শাপশাপান্ত করছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অভিযোগ করেছিলেন, লোকসভা ভোটে জিততে পাকিস্তানকে চাঁদমারি করেছেন নরেন্দ্র মোদী। সেই ইমরানই ঘোষণা করলেন, শান্তি সংলাপের জন্য মোদীই সঠিক ব্যক্তি। 

2/5

পুলওয়ামাকাণ্ডের জেরে ভারতের এয়ারস্ট্রাইকের পর উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। মোদীর সঙ্গে ফোনে কথা বলতেও চেয়েছিলেন ইমরান খান। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দেননি নমো। ইমরান খান অভিযোগ করেছিলেন, লোকসভা ভোটের আগে পাকিস্তান ইস্যু খুঁচিয়ে তুলে ফায়দা তুলতে চাইছেন মোদী।

3/5

পরে প্রথা মাফিক পাকিস্তান দিবসে একখানি শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীর এমন নাম কে ওয়াস্তে বার্তা পেয়েও উত্ফুল্ল ইমরান ফলাও করে প্রচার করেছিলেন। দিয়েছিলেন শান্তি বার্তা।

4/5

সেই ইমরান খানই এবার মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেন। তাঁর যুক্তি, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় সমাধানসূত্র খুঁজতে যাওয়ার সাহস হয়তো দেখাতে পারবে না কংগ্রেস। কারণ তাহলে দক্ষিণপন্থীদের নিশানায় পড়তে হবে তাদের। 

5/5

বিদেশি সাংবাদিকদের সাক্ষাত্কার দিতে গিয়ে ইমরান খান বলেন, দক্ষিণপন্থী নরেন্দ্র মোদীই সমাধানসূত্রে পৌঁছতে পারবেন। তবে তাঁর আশঙ্কা, ভোটদান পর্বে হাওয়া উল্টো দিকে ঘুরলে জাতীয়তাবাদ উস্কে দিতে পাকিস্তানে ফের হামলা চালাতে পারেন নরেন্দ্র মোদী।