মোদীর চাপে হৃদরোগে মৃত্যু হয়েছে সুলতান আহমেদের, বিস্ফোরক অভিযোগ মমতার
Apr 27, 2019, 17:50 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার পাঁচলায় ভোটপ্রচারে তৃণমূল নেত্রী বলেন, নরেন্দ্র মোদী কম মানসিক নির্যাতন তো লোককে করেনি! কেউ সহ্য করতে পারে কেউ পারে না।
2/6
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সুলতান আহমেদের। কিন্তু মমতার দাবি, স্বাভাবিক মৃত্যু হলেও অস্বাভাবিক থাকে অনেক সময়।
photos
TRENDING NOW
3/6
মমতার কথায়, ''অনেক মৃত্যু স্বাভাবিকভাবে দেখালেও অনেক ক্ষেত্রে অস্বাভাবিককে স্বাভাবিক বলে দেখানো যায়''।
4/6
পাঁচলার সভায় মমতা বলেন,''সুলতানের মৃত্যুর বয়স হয়নি। কিন্তু কতগুলো মানসিক নির্যাতন! বিজেপি তো কম নির্যাতন লোককে করেনি। নরেন্দ্র মোদী কম মানসিক নির্যাতন লোককে করেনি! কেউ সহ্য করতে পারে কেউ পারে না। সুলতান সহ্য করতে পারেনি''।
5/6
কীভাবে মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন, তাও খোলসা করেন মমতা। বলেন, ''শুনেছিলাম, এমন একটা ফোন এসেছিল বাথরুমে গিয়েছিল। আর ফিরে আসেনি''।
6/6
এমনকি পরিবারের লোকজনকেও এব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন মমতা। বলেন,''আমি ওদের পরিবারের লোককে বলেছিলাম কেন কেসকাছারি করছো না। অনেক মৃত্যু স্বাভাবিকভাবে দেখালেও অনেক ক্ষেত্রে অস্বাভাবিক স্বাভাবিক বলে দেখানো যায়''।