1/5
কেন বার্সেলোনা ছাড়েননি মেসি?
2/5
কেন বার্সেলোনা ছাড়েননি মেসি?
অনেকেই বলেন, বার্সেলোনা ছেড়ে কখনও বেরোতে পারবেন না লিও মেসি। কারণ তিনি নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরোতে চান না। বারসার জার্সিতে খেলতে তিনি সব থেকে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন। এমনকী, রোনাল্ডো জুভেন্তাসে যোগ দেওয়ার পর মেসিকে অনেকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কবে অন্য কোনও ক্লাবের হয়ে নতুন চ্যালেঞ্জ নেবেন!
photos
TRENDING NOW
3/5
কেন বার্সেলোনা ছাড়েননি মেসি?
4/5
কেন বার্সেলোনা ছাড়েননি মেসি?
5/5
কেন বার্সেলোনা ছাড়েননি মেসি?
রৌরা বললেন, ''২০১৪ সালে ন্যু ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল মেসি। কিন্তু সেবার ওকে আটকায় টিটো। বুঝিয়ে-শুনিয়ে মেসিকে বার্সায় থাকতে রাজি করান টিটো। মেসি কিছুতেই রাজি হচ্ছিল না। তার পর দুজনের মধ্যে কয়েক ঘণ্টা কথা হল। মেসি শেষ পর্যন্ত থেকে যেতে রাজি হয়। টিটো একজন সহজ, সরল মানুষ ছিলেন। মেসি ওকে ভীষণ পছন্দ করত। তাই ওঁর কথা ফেলতে পারেনি। টিটো আমাদের সবার মতো মেসির কাছেও স্পেশাল কোচ।'' প্রসঙ্গত, টিটো মারা গিয়েছেন পাঁচ বছর হল। এখনও তাই তাঁকে দেওয়া কথা রাখছেন মেসি!
photos