এত হিংসুটে! মোদী-শাহের আক্রমণের মুখে প্রথমবার ভাইপোর ঢাল হলেন পিসি

May 13, 2019, 18:17 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: 'পিসি-ভাইপো' খোঁচায় মমতা-অভিষেককে নিশানা করে চলেছেন বিজেপি নেতারা। নরেন্দ্র মোদীও কটাক্ষ করে গিয়েছেন। এদিন আবার অমিত শাহও বলেছেন, আগে সিন্ডিকেট ট্যাক্স ব্যবস্থা ছিল। এখন চলছে ভাতিজা ট্যাক্স। সোমবার প্রথমবার বিজেপির আক্রমণের মুখে ভাইপোর ত্রাতা হয়ে এগিয়ে এলেন পিসি মমতা। 

2/5

বজবজের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''একটা লোকের দ্বারা দল চলে না। সংসারে মাকে সব দেখে রাখতে হয়। পরিবারের স্বামী থাকলেও স্ত্রীও থাকবেন। সবাইকে নিয়ে চলতে হয়''।   

3/5

তাঁর পরিবারের সকলেই রাজনীতির সঙ্গে যুক্ত বলেও দাবি করেন মমতা। বলেন,''আমাদের পরিবারের সবাইকে চেনেন না। ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন। তখন আমি কংগ্রেস করতাম। ছাত্র রাজনীতিতে ছিলাম। ১৯৮০ সালে মিছিল হত। সিপিএম বলতো, পাড়া থেকে বেরোচ্ছে, কিন্তু ঢুকতে দেওয়া হবে না। ভাই-বোনেরা মিছিল করতাম। মা আঁঠা করে দিত পোস্টার মারব বলে''। 

4/5

এরপরই মমতা দাবি করেন, পরিবারের সকলে তাঁর সঙ্গে থাকলেও তিনি চাননি বলে কেউ সামনে আসেননি। বিজেপিকে নিশানা করে মমতা বলেন, একমাত্র একটা ছেলে অভিষেক রাজনীতিতে এসেছে। তাতে এত গাত্র জ্বালা বিজেপির! এত হিংসুটে। ভাতিজা, ভাতিজা বলে গেল। আজকেও এখানে এসে বলে গেল। সারাক্ষণ পিছনে লাগে। আমাদের পরিবারের লোকের নখের যোগ্য নয়''।'

5/5

আবারও প্রধানমন্ত্রীর স্ত্রীর প্রসঙ্গ তোলেন মমতা। বলেন,''নরেন্দ্র মোদী তুমি আমার ভাতিজাকে গালাগালি দেওয়ার আগে নিজের বউকে দেখো। পরিবার নেই জানবে কীভাবে! ওর দোষটা কোথায় সারাক্ষণ বলছে, আমরা সবাই তোলাবাজ, সবাই চোর। একটা প্রধানমন্ত্রীর এটা মুখের ভাষা!''