1/5
2/5
photos
TRENDING NOW
3/5
তাঁর পরিবারের সকলেই রাজনীতির সঙ্গে যুক্ত বলেও দাবি করেন মমতা। বলেন,''আমাদের পরিবারের সবাইকে চেনেন না। ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন। তখন আমি কংগ্রেস করতাম। ছাত্র রাজনীতিতে ছিলাম। ১৯৮০ সালে মিছিল হত। সিপিএম বলতো, পাড়া থেকে বেরোচ্ছে, কিন্তু ঢুকতে দেওয়া হবে না। ভাই-বোনেরা মিছিল করতাম। মা আঁঠা করে দিত পোস্টার মারব বলে''।
4/5
এরপরই মমতা দাবি করেন, পরিবারের সকলে তাঁর সঙ্গে থাকলেও তিনি চাননি বলে কেউ সামনে আসেননি। বিজেপিকে নিশানা করে মমতা বলেন, একমাত্র একটা ছেলে অভিষেক রাজনীতিতে এসেছে। তাতে এত গাত্র জ্বালা বিজেপির! এত হিংসুটে। ভাতিজা, ভাতিজা বলে গেল। আজকেও এখানে এসে বলে গেল। সারাক্ষণ পিছনে লাগে। আমাদের পরিবারের লোকের নখের যোগ্য নয়''।'
5/5
photos