1/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/12/186520-mamatamukul.jpg)
2/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/12/186519-632083-mukulroy-narada.jpg)
সেদিনই মুকুল রায় আবার সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন, ওনার সত্ সাহস নেই। তাই আমার নাম উচ্চারণ করতে পারছেন না। নাম উচ্চারণ করলে আইনি লড়াই করতাম।মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে প্রথম সুদীপ্ত সেনকে দেখি। সুদীপ্ত সেনকে দেখিনি, চিনি না। সুদীপ্ত সেনের সঙ্গে দুবার সাক্ষাত্ করেছি। একবার ডেলোয়। একবার কলকাতার নিজাম প্যালেস।
photos
TRENDING NOW
3/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/12/186518-185547-mukulsarada1.jpg)
4/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/12/186517-781037-modi-raebareli-pib.jpg)
কোচবিহারের সভায় নরেন্দ্র মোদী এদিন বলেছিলেন, ''রোজ বললেই এখানকার মানুষের কাঁটার কথা মনে পড়ে। নারদমুনি ত্রিলোকে ঘুরে বেড়াতেন। আর এখানে নারদ কেলেঙ্কারির সঙ্গে জুড়ে গিয়েছে। নারদা, সারদা, রোজভ্যালি দুর্নীতিতে আপনার আজীবনের সঞ্চয় লুঠে নিয়েছে। কার সিন্দুকে গিয়েছে? গরিবদের যাঁরা লুঠেছেন, তাঁদের কাছ থেকে হিসেব নেবে চৌকিদার। আপনাদের হিতের জন্য, দেশবাসীকে রক্ষার জন্য তটস্থ রয়েছে চৌকিদার''।
5/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/12/186516-185548-185469-d3hlv05u0aec6hu.jpg)
ময়নাগুড়ির সভায় নাম না করে মমতা পাল্টা বলেছিলেন,''আজকেও দাঁড়িয়ে বলেছেন, তৃণমূল কংগ্রেস নাকি সারদা-নারদার পার্টি। ২০১৪ সালে একই কথা বলেছেন। ২০১৬ সালে একই কথা বলেছেন। যে লোকটা আপনার সামনে বসে সভা নিয়ন্ত্রণ করছে, সে-ই তো সারদা-নারদার সবচেয়ে বড় অভিযুক্ত।সারদা-নারদার দুটি অভিযোগ রয়েছে ওর বিরুদ্ধে। তাকে পাশে নিয়ে সভা করছেন। এমনকি হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত। হাওয়ালা কেলেঙ্কারির নায়ককে নিয়ে মিটিং করছেন''।
6/6
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/12/186515-185546-mukulsarada.jpg)
photos