তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মমতার ঘনিষ্ঠ নেতা, দাবি মুকুলের
Apr 18, 2019, 19:56 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: তৃণমূলে ফের ভাঙন ধরালেন মুকুল রায়। দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিনে বিজেপির রাজ্য দফতরে এসে পদ্ম পতাকা হাতে তুলে নেন তৃণমূলের প্রাক্তন নেতা শৈলেন মাহাতো।
2/5
বীরভূমের শৈলেন মাহাতোর দাবি, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। মুকুল রায় বলেন, শৈলেন আমার সহকর্মী। বীরভূম জেলায় যুব কংগ্রেসে সহকর্মী ছিলেন। জেলার সভাপতিও হয়েছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার পর ছিলেন বোলপুর লোকসভার যুগ্ম আহ্বায়ক।
photos
TRENDING NOW
3/5
মুকুলের দাবি, এককালে শৈলেন মাহাতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।
4/5
পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ স্বপন রায়ও এদিন বিজেপিতে যোগ দেন। মুকুলের দাবি, তৃণমূল কংগ্রেস করত। কর্মাধ্যক্ষ থাকাকালীন এক পয়সাও বেতন নেননি।
5/5
অতিসম্প্রতি বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ, বোলপুরের বিদায়ী সাংসদ অনুপম রায়, ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ করেছেন।