1/13
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183235-6f56830c-d8ad-4cbb-86fa-7c929c49df32.jpg)
2/13
স্টারডম হারানোর ভয় নেই?
![স্টারডম হারানোর ভয় নেই?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183234-nusrat11.jpg)
photos
TRENDING NOW
3/13
নায়িকার জনপ্রিয়তা?
![নায়িকার জনপ্রিয়তা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183233-nusrat-jahan.jpg)
নুসরত: স্টারডম ব্যবহার করা হচ্ছে। তবে রাজনীতিক নুসরতের কাছে তো অন্যরকম প্রত্যাশা থাকবে। যোগ্যতা আছে বলেই দিদি প্রার্থী করেছেন। জানি বিশাল বড় দায়িত্ব। কোথাও উনি মনে করেছেন আমরা সক্ষম। বিভিন্ন ধরনের ভূমিকায় অভিনয় করি। আমরা অন্যদের চেয়ে বেশি আবেগপ্রবণ। আর পাঁচটা মানুষের কষ্টের সঙ্গে নিজেকে মেলাতে পারি।
4/13
প্রত্যাশা পূরণ করতে পারবেন?
![প্রত্যাশা পূরণ করতে পারবেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183232-nusratmimi.jpg)
5/13
কীভাবে সংসদে বক্তব্য রাখবে?
![কীভাবে সংসদে বক্তব্য রাখবে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183231-802095-nusrat-jahan-new-1.jpg)
6/13
দুটি জাতীয় ইস্যু কী?
![দুটি জাতীয় ইস্যু কী?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183230-801163-mimi-nusrat1.jpg)
7/13
কটূক্তি ও অশ্লীল ব্যঙ্গ?
![কটূক্তি ও অশ্লীল ব্যঙ্গ?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183229-tmc.jpg)
8/13
নতুন লড়াই কেমন?
![নতুন লড়াই কেমন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183228-801163-mimi-nusrat.jpg)
নুসরত: মানসিক লড়াই তো আছে। আরও একটা লড়াই লড়ছি। আমার বাবা ২টাকা কামালে মানুষের জন্য ১টাকা দিয়ে দেন। আমার আয়ের একটা অংশ দান করি। স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তবে মিডিয়াকে জানাই না। এটা আমার রক্তের মধ্যে রয়েছে। সামাজিক কাজ করি। আরও বড় পর্যায়ে করতে চলেছি। ভীষণ গর্ববোধ করছি। মা বলল, মানুষের ভাল করতে গিয়ে খামতি না রয়ে যায়।
9/13
কবে জানলে?
![কবে জানলে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183227-801169-nusrat-1.jpg)
10/13
মিমি ও নুসরতের মধ্যে কে সেরা?
![মিমি ও নুসরতের মধ্যে কে সেরা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183226-801738-mimi-nusrat.jpg)
11/13
দেবের থেকে পরামর্শ?
![দেবের থেকে পরামর্শ?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183225-devnus.jpg)
নুসরত: যেদিন দেখা হয়, দেবকে বলেছিলাম একদিন সাক্ষাত্ করতেই হবে। তবে ও যেদিন প্রার্থী হয়েছিল, বলেছিল, কী হল বলতো সব ঠিক হবে তো! আজকে দাঁড়িয়ে দেখছি, আমারও মনের মধ্যে এসব চলছে। পশ্চিমবঙ্গে মাঠেঘাটে এত শো করেছি। দেবের ব্যাপারে অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। দেব ভালো কাজ করেছে। যখন প্রয়োজন হবে ওর থেকে টিপস নেব।
12/13
রাজনৈতিক ভাষণ?
![রাজনৈতিক ভাষণ?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/03/26/183224-nusrat-8.jpg)
photos