মিশন শক্তির সাফল্য ঘোষণায় নিয়ম ভাঙেননি মোদী, জানাল নির্বাচন কমিশন

Mar 29, 2019, 22:41 PM IST
1/5

'মিশন শক্তি' সফল হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণে তা ঘোষণা করেন নরেন্দ্র মোদীর। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এহেন ঘোষণার কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা।

2/5

শুক্রবার বিরোধীদের অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। জানাল, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেননি প্রধানমন্ত্রী। 

3/5

মহাকাশে একটি উপগ্রহকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করেছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের পর চতুর্থ রাষ্ট্র হিসেবে এমন শক্তি অর্জন করেছে দেশ। বুধবার দুপুরে নিজেই সে কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

4/5

প্রধানমন্ত্রীর ঘোষণার পর সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভোটের মুখে ঘোষণা করে বিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী। ডিআরডিও-কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নাটক করছেন বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। 

5/5

বিরোধীদের দাবি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে নির্বাচন কমিশন। ওই কমিটি জানিয়ে দেয়, নির্বাচনের আদর্শ আচরণবিধির গণমাধ্যম সংক্রান্ত অনুচ্ছেদ (IV)-অংশ VII অনুযায়ী এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কমিশন।