1/8
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
ব্যক্তিগত কারণে মন্ত্রিত্ব ও পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। প্রকাশ্য রাজনীতিতে দেখা যাচ্ছে না তাঁকে। বিজেপির টিকিটে ডায়মন্ড হারবার থেকে শোভন বা বৈশাখী প্রার্থী হতে পারেন বলে তৈরি হয়েছিল জল্পনা। যদিও বৈশাখীদেবী পরে জানান, প্রস্তাব এসেছিল। তবে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
5/8
সব্যসাচী চক্রবর্তীর বাড়িতে মুকুল রায় লুচি-আলুর দম খাওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। তাঁকে বারাসত কেন্দ্রে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। পরে অবশ্য সব্যসাচী দত্ত জানিয়ে দেন, তৃণমূলেই আছেন। দিন কয়েক আগে সব্যসাচী দত্ত তাঁর ওয়ার্ডেই তৃণমূলের হোলি উদযাপন অনুষ্ঠানে ডাক পাননি। মুকুল রায় আবার দাবি করেছেন, সব্যসাচী বিজেপির সঙ্গে রয়েছেন। সবমিলিয়ে সব্যসাচীর বর্তমান অবস্থান একটা আস্ত ধাঁধা।
6/8
7/8
8/8
photos