1/6
2/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
কিন্তু তৃণমূলের ব্যানার ঘিরে রাজ্য রাজনীতিতে তুঙ্গে জল্পনা। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলছে বিজেপি। এই পরিস্থিতিতে এদিনও মালদহের সভায় মমতা মনে করিয়ে দেন, বিজেপির হিন্দুত্বে বিশ্বাস নেই তাঁর। তার আগে একাধিক সভায় মমতা বলেছেন, দক্ষিণশ্বরের মন্দিরের স্কাইওয়াক, তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট, কঙ্কালিতলার মন্দিরের সংস্কার করেছেন তিনি। কিন্তু বিজেপি খালি মন্দির নিয়ে রাজনীতি করতে জানে।
6/6
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে হিন্দুত্বের হাওয়া যে বইছে, তা অনস্বীকার্য। সেই হাওয়া কাড়তেই তৃণমূল মনে করিয়ে দিতে চায়, রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বিজেপি। বস্তুত এবারও বিজেপির ইস্তাহারে রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলে রাখি, রাম মন্দির মামলা এখনও ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে।
photos