লঞ্চ করছে ইলেকট্রিক স্কুটার! দামও নাগালের মধ্যেই

Jun 04, 2018, 15:03 PM IST
1/7

electric scooter 1

electric scooter 1

আকাশছোঁয়া তেলের দামে যখন রীতিমতো নাভিশ্বাস উঠছে আম জনতার, তখন স্বস্তির খবর নিয়ে এল অ্যাথার এনার্জি। দীর্ঘ অপেক্ষার পর ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের ইলেকট্রিক স্কুটার।

2/7

electric scooter 2

electric scooter 2

বেঙ্গালুরুর অ্যাথার এনার্জি-র তৈরি এই ইলেকট্রিক স্কুটারটির নাম অ্যাথার এস-৩৪০ (Ather S340)।

3/7

electric scooter 3

electric scooter 3

৫ জুন, ২০১৮ মঙ্গলবার বাজারে লঞ্চ করতে চলেছে এথার এনার্জির ইলেকট্রিক স্কুটারটি।

4/7

electric scooter 4

electric scooter 4

সংস্থার দাবি, স্কুটারটির ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগবে এক ঘণ্টার একটু বেশি সময়। আর ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে স্কুটারটি চলবে অন্তত ৬০ কিলোমিটার।

5/7

electric scooter 5

electric scooter 5

অ্যাথার এনার্জি-র দাবি, ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে স্কুটারটি সময় নেবে মাত্র ৫ সেকেন্ড।

6/7

electric scooter 6

electric scooter 6

সংস্থার দাবি, অ্যাথার এস-৩৪০-র টপ স্পিড ৭২ কিলোমিটার প্রতি ঘণ্টা।

7/7

electric scooter 7

electric scooter 7

অ্যাথার এস-৩৪০ স্কুটারটির দাম ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।