1/7
সঞ্জীব গোয়েঙ্কার তীব্র ভর্ৎসনা কেএল রাহুলকে
![সঞ্জীব গোয়েঙ্কার তীব্র ভর্ৎসনা কেএল রাহুলকে Sanjiv Goenka Scolds KL Rahul](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/09/473283-eeeeeeee.jpg)
গত বুধবার হায়দরাবাদের, উপলে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলেছিল লখনউ সুপার জায়েন্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লখনউ প্রথমে ব্য়াট করে ৪ উইকেটে তুলেছিল ১৬৫ রান। জবাবে সানরাইজার্সের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্র্য়াভিস হেড ৬২ বল হাতে রেখে ১০ উইকেটে ম্য়াচ বার করে নেয়। আর এই খেলা শেষ হওয়ার পরেই দেখা যায় যে, দলের মালিক সঞ্জীব স্ট্যান্ড থেকে নেমে আসেন মাঠে। তারপর ভরা স্টেডিয়ামে তিনি তীব্র ভর্ৎসনা করেন রাহুলকে! রাহুল চুপ করে সব শুনে যান। গোয়েঙ্কা ঠিক কী বলেছিলেন রাহুলকে তা শোনা যায়নি বটে, তবে তাঁদের কথোপকথনের, বলা ভালো একজনেরই কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি দেখে সাফ বোঝাই যাচ্ছে, মালিক অগ্নিশর্মা হয়েই দলের অধিনায়ককে ধুয়ে দিয়েছেন। এরপর থেকেই আলোচনায় গোয়েঙ্কা
2/7
কে সঞ্জীব গোয়েঙ্কা?
![কে সঞ্জীব গোয়েঙ্কা? Who is LSG owner Sanjiv Goenka?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/09/473282-888.jpg)
সঞ্জীব গোয়েঙ্কা RPSG গ্রুপের চেয়ারম্যান। ৫০ হাজারেরও বেশি কর্মচারী তাঁর অধীনে কাজ করেন। কোম্পানির কার্বন ব্ল্যাক, পাওয়ার, আইটি, রিটেইল, মিডিয়া, বিনোদন, খেলাধুলা, শিক্ষার মতো সেক্টর জুড়ে তাঁর বিচরণ। তিনি আইআইটি খড়গপুরের বোর্ডেও ছিলেন। সঞ্জীবেরই রয়েছে সুপারমার্কেট চেইন SPENCERS। স্ন্যাক্স ব্র্যান্ডের মধ্য়ে জনপ্রিয় TOO YUM। যার প্রচার মুখ খোদ বিরাট কোহলি।
photos
TRENDING NOW
3/7
সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস ছাড়াও রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের মালিকানা।
![সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস ছাড়াও রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের মালিকানা। Sanjiv Goenka Owns Lucknow Super Giants](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/09/473281-goenka-lsg.jpg)
4/7
মোহনবাগান ফুটবল দলও এখন সঞ্জীব গোয়েঙ্কার
![মোহনবাগান ফুটবল দলও এখন সঞ্জীব গোয়েঙ্কার Sanjiv Goenka Owns Mohun Bagan Super Giant](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/09/473280-mbsg.jpg)
5/7
সঞ্জীব গোয়েঙ্কার পড়াশোনা ও পরিবার
![সঞ্জীব গোয়েঙ্কার পড়াশোনা ও পরিবার Sanjiv Goenka Education And Family](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/09/473279-son.jpg)
6/7
সঞ্জীব গোয়েঙ্কার বাড়ি
![সঞ্জীব গোয়েঙ্কার বাড়ি House of Sanjiv Goenka](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/09/473278-goenka-house.jpg)
7/7
সঞ্জীব গোয়েঙ্কার মোট সম্পত্তির পরিমাণ কত?
![সঞ্জীব গোয়েঙ্কার মোট সম্পত্তির পরিমাণ কত? LSG owner Sanjiv Goenka's net worth](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/05/09/473277-888.jpg)
photos