kalipuja 2023: রঘু ডাকাতের আরাধ্য মা কালী আজও পূজিতা রহস্যময় অট্টহাসে...
kalipuja 2023: পূর্ব বর্ধমানের কেতুগ্রামের অট্টহাসের সতীপীঠে রঘু ডাকাতের আরাধ্য মা কালী আজও পূজিতা হন মহা ধুমধামে। এখানে নতুন করে কালী মূর্তি তৈরি করা না হলেও একটি প্রস্তরকালী মূর্তিতে তন্ত্রাচারে পুজো করা হয়।
সন্দীপ ঘোষচৌধুরী: পূর্ব বর্ধমানের কেতুগ্রামের অট্টহাসের সতীপীঠে রঘু ডাকাতের আরাধ্য মা কালী আজও পূজিতা হন মহা ধুমধামে। এখানে নতুন করে কালী মূর্তি তৈরি করা না হলেও একটি প্রস্তরকালী মূর্তিতে তন্ত্রাচারে পুজো করা হয়। কালিকাতন্ত্র অনুসারে, এই সতীপীঠ তন্ত্র সাধকদের সাধনস্থল হিসেবে বেশি স্বীকৃত। মহাভোগ যোগে কালী মন্ত্রে দেবী পূজিতা হন এখানে। আগে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার ডাকাতদলের সর্দাররা গভীর রাতে অট্টহাসের ঘন জঙ্গলে তাদের আরাধ্য দেবী মা কালীর পুজো দিত বলে শোনা যায়।
1/7
প্রায় দুশো বছর আগে
2/7
অট্টহাস জঙ্গলে মা কালীর পুজো
photos
TRENDING NOW
3/7
অধরোষ্ঠ
4/7
সতীপীঠ
5/7
অট্টহাস
6/7
জনশ্রুতি
7/7
রঘু ডাকাত
photos