Mahadev Mallick: 'ফাঁসির সাজা হলে আমার হাত কাঁপবে না!' সঞ্জয়ের সাজা ঘোষণার আগে জানালেন মহাদেব মল্লিক...

Mahadev Mallick | R G Kar Incident Verdict: সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছিল আমজনতা। শিয়ালদহ আদালতের বিচারক জানিয়েছেন যে যে ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে তার ফাঁস পর্যন্ত হতে পারে

Jan 20, 2025, 11:30 AM IST
1/6

নাটা মল্লিকের পুত্র

২০০৪ সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির সময় বাবা নাটা মল্লিকের পুত্র মহাদেব মল্লিক সহকারী হিসাবে ছিলেন। 

2/6

নৃশংস ঘটনা

এরপর এইকাজে হাত দেননি তিনি। দেশে একেরপর এক নৃশংস ঘটনা দেখে রাগে ফুঁসছেন তিনি।

3/6

তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। শনিবার রায় দিতে গিয়ে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস জানান, এই অপরাধে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে দোষীর।

4/6

মহাদেব মল্লিক

সেই সাজা ঘোষণার আগে রবিবার মহাদেব মল্লিক জানান, সঞ্জয়ের ফাঁসি দিতে হলে তিনি পিছু পা হবেন না। 

5/6

সরকার তাঁকেই ডাকবে

এমনকি তিনি আরও মনে করছেন। ফাঁসি দিতে হলে সরকার তাঁকেই ডাকবে। কারণ এই কাজ সবাই করতে পারে না। 

6/6

কড়া নিরাপত্তায়

ইতিমধ্যেই শিয়ালদহ আদালতে কড়া নিরাপত্তায় নিয়ে আসা হয়েছে সঞ্জয়কে। বেলা সাড়ে ১২টা থেকে শুরু হবে সাজার শুনানি পর্ব।