Oil Mixed With Drinking Water: বেশিরভাগ কুয়োর জলেই ভাসছে তেল! হচ্ছে পেটের অসুখ, চুলকানি...

এ ব্যপারে ওয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে কুয়োর জল পরীক্ষা করার পর ব্যবস্থা নেওয়া হবে। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ বলেন, এ ব্যপারে কেউ আমাকে জানায়নি। আপনার কাছ থেকেই জানতে পারলাম। এ ব্যপারে ওয়েল ইন্ডিয়া কর্তৃপত্ক্ষ-সহ উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলবো। 

Jun 07, 2024, 17:00 PM IST
1/5

Oil Mixed With Drinking Water

Oil Mixed With Drinking Water

অরূপ বসাক: গরম পড়তেই পানীয় জলের সমস্যা সর্বত্র। নদী নাল যেমন শুকিয়ে গেছে তেমনি গৃহস্থের বাড়ির কুয়োর জলও নিম্নমুখী। তবে সব থেকে বড় সমস্যা, কুয়োর মধ্যে ভাসছে তেল। যার ফলে কুয়োর জল পান করা এখন আর সম্ভব নয় এলাকার মানুষের।   

2/5

Oil Mixed With Drinking Water

Oil Mixed With Drinking Water

এরকমই ছবি দেখা গেল মাল ব্লকের ওদলাবাড়ি বিধান পল্লী এলাকায়। ওদলাবাড়ি বিধান পল্লী এলাকায় রয়েছে ওয়েল ইন্ডিয়া সাব স্টেশন। যার ফলে এই স্টেশনের মাটির নিচে রয়েছে তাদের তেলের বিভিন্ন পাইপ। বিধানপল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ সম্ভবত মাটির নিচে ওয়েল ইন্ডিয়ার পাইপ লিকেজ আছে। 

3/5

Oil Mixed With Drinking Water

Oil Mixed With Drinking Water

সেই কারণে সেই লিকেজ দিতে তেল আশেপাশের বিভিন্ন বাড়ির কুয়োতে মিশছে। যারফলে এলাকার বহু বাড়ির কুয়োর জল নষ্ট হয়ে গেছে। স্থানিয়দের বক্তব্য এক বছর আগেও হয়েছিলো কিন্তু তখন এতটা খারাপ হয়নি কুয়োর জল কিন্তু এখন এই কুয়োর জল ব্যবহারের অযোগ্য। তেলে ভরে গেছে কুয়ো।

4/5

Oil Mixed With Drinking Water

Oil Mixed With Drinking Water

বাড়ির মহিলাদের বক্তব্য, জলে যে ভাবে তেল মিশছে তাতে যখন তখন বড় অগ্নিকান্ড ঘটতে পারে। এই কুয়োর জল যেমন খাওয়া যাচ্ছে না, তেমনি জামাকাপড় এই জল দিয়ে ধোয়া যাচ্ছে না। যারা যার এই জল খাচ্ছে তাদের পেটের অসুখ বা চুলকানির মত উপসর্গ দেখা যাচ্ছে।

5/5

Oil Mixed With Drinking Water

Oil Mixed With Drinking Water

বিধান পল্লীর বয়স্ক মানুষ নির্মল ঘোষ বলেন, এর আগে ওয়েল ইন্ডিয়া  কতৃপক্ষকে মৌখিক ভাবে জানিয়েছি কিন্তু কর্তৃপক্ষ কোন কর্ণপাতই করে না। যারফলে, চরম সমস্যায় পরেছে বিধান পল্লী এলাকার মানুষ।  অবিলম্বে এর ব্যবস্থা না করলে, আগামিতে সমস্ত বাড়ির কুয়োর জল নষ্ট হয়ে যাবে। পাশাপাশি বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে।