এবার কি ৩৫৫ ধারা? তারপর রাষ্ট্রপতি শাসন? আশঙ্কা মমতার

Feb 03, 2019, 20:42 PM IST
1/9

কলকাতা পুলিস বনাম সিবিআই দ্বৈরথে আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী।

2/9

এদিন খবর পেয়েই রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই জোরজবরদস্তি সিবিআই আধিকারিকদের আটক করে কলকাতা পুলিস। সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলা হয়।  

3/9

রাজীবের বাড়িতে শীর্ষ পুলিস কর্তাদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৫ বছর হয়ে গিয়েছে। যে-ই একটা করে একটা নির্বাচন আসে অমনি চিটফান্ডের নাম করে যাঁকে ইচ্ছা ধরে। কারও যোগাযোগ না থাকলেও ষড়যন্ত্র করছে। আমার বাড়িতে চা করেন, তাঁকেও হেনস্থা করেছে''। 

4/9

রাজীবের বাড়িতে শীর্ষ পুলিস কর্তাদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৫ বছর হয়ে গিয়েছে। যে-ই একটা করে একটা নির্বাচন আসে অমনি চিটফান্ডের নাম করে যাঁকে ইচ্ছা ধরে। কারও যোগাযোগ না থাকলেও ষড়যন্ত্র করছে। আমার বাড়িতে চা করেন, তাঁকেও হেনস্থা করেছে''। 

5/9

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,''রাজনৈতিকভাবে লড়াই করার সামর্থ নেই মোদী-শাহের। গতকাল সভায় প্রধানমন্ত্রীর এটা ভাষা!

6/9

মমতার কথায়,''ব্রিগেডের সভার দিন সিবিআই অফিসারদের ডেকে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেন, কিছু করো। সিবিআইকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি''।

7/9

এরপরই মমতা বলেন,''সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছে বিজেপি। গায়ের জোরে জরুরি অবস্থার চেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। অভ্যুত্থান ঘটাতে চাইছে''।   

8/9

এবার কি ৩৫৫? তারপর ৩৫৬? এটা এত সোজা। মাত্র একমাস বাকি নির্বাচনের। তার আগে গুন্ডামি করছেন নরেন্দ্র মোদী, আশঙ্কাপ্রকাশ করেন মমতা। 

9/9

মমতা ঘোষণা করেন, ''গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করতে মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছেন তিনি। আগামিকাল বাজেট পেশ করবেন। তার আগে মন্ত্রিসভার বৈঠকও হবে মেট্রো চ্যানেলে''।