বামেদের বন্ধু, মিস্টার রাফাল ম্যাডিবাবু কেমন আছেন? মোদীকে খোঁচা মমতার

Feb 08, 2019, 20:26 PM IST
1/10

এই মানুষটিকে নিয়ে কথা বলতে চাই না। শূন্য কলসি বেশি বাজে। সার্কিট বেঞ্চ কলকাতা হাইকোর্টের। অথচ উদ্বোধনীমঞ্চে রাজ্য সরকারের কেউ ছিলেন না। ৩০০ কোটি টাকা খরচ হয়েছে। জমি আমাদের টাকা, পরিকাঠামোও আমাদের। কাজটা শেষ করেছি। ৪ মাস আগে সার্কিট হাউস উদ্বোধনের তারিখ দেওয়া হয়েছিল। নোটিফিকেশন বাকি ছিল। তত্কালীন প্রধান বিচারপতি বলেছিলেন, নোটিফিকেশন করে দিল না কেন্দ্র। বর-কনে নেই, ব্যান্ডপার্টি এসেছে। উনি কে! গাঁয়ে মানে আপনি মোঁড়ল। কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতিকে ডাকেননি। রাজ্য সরকারের প্রতিনিধি নেই। যুগ্মভাবে উদ্বোধন করতে চেয়েছিলাম। এক্সপায়ারি তারিখ এগিয়ে আসায় উদ্বোধন করে দিয়েছেন। এটা লজ্জার! কোনও বিচারপতিই উপস্থিত নেই। সুপ্রিম কোর্টে চিঠি পাঠাচ্ছি।

2/10

কলকাতায় অনেকে বলছেন, ধরনা তবে আমি বলছি এটা সত্যাগ্রহ। রাজনৈতিক আন্দোলন ছিল না। ভয় পেয়েছেন বলে আবোল-তাবোল বলছেন। ভারতের ২৩টি রাজনৈতিক দল একজোট হয়ে গিয়েছে। মোদী হঠাও দেশ বাঁচাও, সংবিধান আগে বাঁচাতে হবে, এটাই আমাদের অ্যাজেন্ডা।      

3/10

ভোট আসলেই চাওয়ালা, পর ভোটের রাফালওয়ালা হয়ে যান। মিস্টার রাফাল ম্যাডিবাবু কেমন আছেন? চিঠি পাঠাচ্ছি সুপ্রিম কোর্টে। উনি কখনও চা বেচেননি। চা বানাতেও পারেন না। পরিবারও নেই। ঘরবাড়িও করেননি। 

4/10

দিদি চমকানো সহজ নয়। এখান থেকে বড় হয়েছি। মানুষ আমার পাশে। বাংলায় টাকা দিয়ে ভোট কেনা সম্ভব নয়। এখানে টাকা নিয়ে নেবে ভোট দেবে না। অসম থেকে বাঙালি হিন্দুদেরও তাড়িয়ে দিয়েছে। 

5/10

পাঙ্গা নিলে চাঙ্গা হই। ওনারা আন্দোলন করেননি। ভূমিকম্পের সময় গুজরাটে গিয়েছিলাম, উনি তখন ব্যাগ বয়ে নিয়ে বেড়াতেন। গুন্ডামি, গোধরা করে দাঙ্গা করে ক্ষমতায় এসেছিলেন। রাফালমাস্টার, নোটবন্দি মাস্টার এবং মাস্টার অব দুর্নীতি নরেন্দ্র মোদী। ভূতের মুখে রাম নাম।  

6/10

জগাই মাধাই বিদাই আমার স্লোগান। বিদাই তো ওনার নাম। এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি করতে হচ্ছে। দেশকে ভুগতে হচ্ছে ওনার জন্য। আমার স্লোগান টুকতে হচ্ছে।

7/10

চোরের মায়ের বড় গলা। মোদীর মতো দুর্নীতিগ্রস্ত কখনও জন্মায়নি। রাফল থেকে পেটিএম- সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। আরবিআই থেকে সিবিআই সবাই বলছে, বাই বাই। 

8/10

বামপন্থীদের মহান বন্ধু মোদী। ওদের বিরুদ্ধে আজ পর্যন্ত কিছু করেছেন। সুবিধাবাদী ব্যক্তি মোদী। সিপিএমের সঙ্গে জগাই-মাধাই-বিদাই। এখনও পঞ্চায়েত আছে অনেত জায়গায়। কে কাকে পোষে আর বলতে চাই না। ওদের থেকে রাজনৈতিক জ্ঞান শুনতে চায়নি।

9/10

হয়তো উনি চোখে দেখেন না, নয় কানে শোনেন না। উত্তরবঙ্গে সচিবালয় তৈরি করেছি। আলিপুরদুয়ার জেলা হয়েছে। তরাই-ডুয়ার্সে উন্নয়ন হয়েছে। 

10/10

লজ্জা লাগে। প্রধানমন্ত্রীর ভাষার ঠিক নেই। হাওয়ালা কারবারিকে নিয়ে বৈঠক করছেন। যত দুর্নীতিগ্রস্ত এখন বিজেপিতে। ওদের দলে গেলে সত্ হয়ে যায়। এনআইএ, সিবিআই দিয়ে ভয় দেখায়। গদ্দারকে নিয়ে কিছু বলব না।