‘পুলিস ডে’র দিনই করোনা মেডেল দেবেন মুখ্যমন্ত্রী

Aug 23, 2020, 17:08 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে রাজ্যের পুলিস কর্মীদের উৎসাহ দিতে এবার ‘কোভিড মেডেল’ ও ‘কোভিড সার্টিফিকেট’ প্রদান করবে রাজ্য সরকার। একইসঙ্গে চাকরির নিয়োগপত্র দেওয়ার কথাও রয়েছে। 

2/5

নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ‘পুলিস ডে’। সেদিনই কলকাতা পুলিস সহ রাজ্য পুলিস কর্মীদের এই সম্মান প্রদান করবেন মুখ্যমন্ত্রী। 

3/5

পুলিস সূত্রে খবর, ওই দিন সব কমিশনারেটের কমিশনার, জেলাস্তরে জেলাশাসক এবং এসপিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।একইসঙ্গে যাঁরা পরিষেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তাঁদেরও উপস্থিত থাকার কথা। 

4/5

করোনা জয় করে সুস্থ হয়ে যাঁরা ফিরে এসেছেন, সেদিন তাঁদেরকে সরকারের তরফে সার্টিফিকেট দেওয়া হবে। 

5/5

করোনা কালে পুলিস কর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক দায়িত্ব পালন করে চলেছেন, তাতে তাঁদেরকে উৎসাহ প্রদান করা হবে।