Manchester City Sign Omar Marmoush: ব্যাংক ভাঙল ডুবন্ত সিটি, ৬৭৪৫০৬৫০০০০ টাকায় কাকে নিলেন পেপ! মিশরীয় পারবেন বাঁচাতে?

Jan 23, 2025, 18:53 PM IST
1/6

পেপ গুয়ার্দিওলা

Pep Guardiola

পেপ গুয়ার্দিওলাকে আধুনিক যুগের শ্রেষ্ঠ ফুটবল ম্যানেজার হিসেবে দেখা হয়। তবে সম্প্রতি খুবই খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে তাঁর টিম। ৫৩ বছরের বার্সোলোনার প্রাক্তন মিডফিল্ডার কোচ হিসেবে বার্সা, বায়ার্ন মিউনিখ ও ম্যাঞ্চেস্টার সিটিকে ভূরি ভূরি ট্রফি দিয়েছেন। বিগত বছরের শেষ থেকেই তাল কেটেছে পেপের। তাঁর কোচিংয়ে যে ম্যান সিটি টানা চারবার প্রিমিয়র লিগ জিতেছে, সেই নীল জার্সিধারীরাই এখন লিগ তালিকায় পাঁচে!  

2/6

পিএসজি বনাম ম্যান সিটি

PSG vs Man City

চ্যাম্পিয়ন্স লিগের লড়াই থেকেও এখন ছিটকে যাওয়ার মুখে পেপের নীলবাহিনী। প্যারিস সঁ জরমেঁর ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে গিয়ে খালি হাতে ফিরেছেন পেপরা। গ্রিলিশ-হাল্যান্ডের গোলে ২ গোলে এগিয়েও দেম্বেলেদের কাছে শেষ পর্যন্ত ২-৪ হারতে হয়েছে। দেখতে গেল এখন ডুবন্ত ম্যান সিটি। আর এই পরিস্থিতিতে দলকে বাঁচাতে ব্যাংক ভাঙল ক্লাব। জানুয়ার উইন্ডোতে তৃতীয় ফুটবলার সই করিয়ে নিলেন পেপ। উজবেকিস্তানের ডিফেন্ডার আব্দুকদির খিকমাতোভিচ ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিক্টর রেইসের পর এবার সিটি মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশকে সই করাল।   

3/6

সিটি সই করাল ওমর মারমুশকে

Manchester City Sign Omar Marmoush

আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে বুন্দেশলিগা মাতিয়েছেন ওমর খালেদ মহম্মদ আবদ এলসালা মারমুশ, ওরফে ওমর মারমুশ। মিশরের জাতীয় দলের ২৫ বছরের ফুটবলার সাড়ে চার বছরের চুক্তি করেছেন সিটির সঙ্গে। মারমুশ মূলত একজন স্ট্রাইকার হিসেবে খেলেন, কিন্তু তাঁকে আক্রমণকারী মিডফিল্ডার হিসেবেও দেখা গিয়েছে। ২০২৩ থেকে ফ্রাঙ্কফুর্টের হয়ে খেলে ৬৭ ম্যাচে ৩৭টি গোল করেছেন। চলতি মরসুমে তিনি ১৭ ম্যাচে করেছেন ১৫ গোল। বুন্দেশলিগায় সর্বাধিক গোলশিকারিদের তালিকায় এখন মারমুশ দুয়ে। একে আছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন। মাত্র ১ গোল বেশি তাঁর।  

4/6

মারমুশকে সই করিয়ে ম্যাঞ্চেস্টার সিটি কী বলেছে

What Manchester City Said On Omar Marmoush

সিটির ফুটবল পরিচালক জিকি বেগিরিস্টেইন বলেছেন, 'ওমর একজন দক্ষ এবং দুর্দান্ত ফরোয়ার্ড। ও আমাদের ক্লাবে যোগ দেওয়ায় আমি আনন্দিত। তার অসাধারণ মরসুম কেটেছে, এবং আমরা যতবার তাকে দেখেছি, সে ম্যাচগুলিকে প্রভাবিত করেছে। একজন প্রথম শ্রেণির অ্যাটাকারের সব প্রয়োজনীয় গুণ তার মধ্যে রয়েছে। তার সঙ্গেই অসাধারণ গতি এবং খেলার সম্পর্কে সচেতনতা। গোলের সামনে ব্যতিক্রমী হয়ে উঠতে পারে। ও বিভিন্ন পজিশনে খেলতে পারে, যা সত্যিই এক মূল্যবান সম্পদ। আমার কোন সন্দেহ নেই যে, পেপ এবং সিটির টেকনিক্যাল কর্মীদের সঙ্গে কাজ করার মাধ্যমে ওর দুর্দান্ত আক্রমণাত্মক প্রতিভা আরও বিকশিত হবে।'    

5/6

ম্যাঞ্চেস্টার সিটিতে এসে মারমুশ কী বললেন

  What did Marmoush Say After Joined Manchester City

মারমুশ বলেন, 'এই দিনটি আমি কখনও ভুলব না। বিশ্বের অন্যতম সেরা দল ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার অনুভূতি অসাধারণ। আমি আনন্দিত, আমার পরিবার খুবই গর্বিত, এবং আমরা সবাই ম্যাঞ্চেস্টারে আসতে পেরে খুবই খুশি। পেপ এবং তাঁর টেকনিক্যাল স্টাফরা রয়েছেন ক্লাবে। এখানে বিশ্বমানের সুযোগ-সুবিধা থাকায় খেলোয়াড়দের আরও ভালো হয়ে উঠতে পারে। এখানে আসার সুযোগ পেয়ে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। এর সঙ্গে আমি এও অস্বীকার করতে পারি না যে, আমি ট্রফি জিততেও চাই। সিটি বহু বছর ধরে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব। তাই আমি জানি আমি জয়ের পরিবেশ এবং জয়ের সংস্কৃতির সঙ্গে জুড়ছি। আমি এখানকার কর্মী এবং আমার সতীর্থদের কাছ থেকে শিখতে চাই। এই জয়ী দলের একজন মূল্যবান সদস্য হতে চাই। অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। সিটির ভক্তদের দেখাতে চাই যে আমি কী করতে পারি।'

6/6

ওমর মারমুশের সিটির সঙ্গে চুক্তির বিবরণ

Details Of Omar Marmoush’s Manchester City Contract

মারমুশের সঙ্গে আপাতত সাড়ে চার বছরের চুক্তি হয়েছে সিটির। প্রতি বছর তিনি পাবেন ৭৫ মিলিয়ন ইউরো করে। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৬৭৪৫০৬৫০০০০! ভালো পারফর্ম করলে মারমুশের কাছে সুযোগ থাকবে প্রতি বছর আরও ২ মিলিয়ন ইউরো করে বেতন বাড়ানোর। এবার দেখার এই মিশরীয় পেপের ত্রাতা হয়ে উঠতে পারেন কিনা! অপেক্ষায় সকলে...