WTT Contender: টেবিল টেনিসে ইতিহাস ভারতের, সৌজন্যে Manika Batra ও G Sathiyan

Aug 21, 2021, 11:27 AM IST
1/5

মণিকা ব্রাত্রা ও জি সাথিয়া

Manika Batra and G Sathiyan

ভারতীয় টেবিল টেনিসের আকাশে এক 'নতুন জুটি'র ঐতিহাসিক উদয়! বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেবিল টেনিস ট্যুর কনটেন্ডর জিতলেন জি সাথিয়া ও মণিকা ব্রাত্রা। ফেভারিট নান্দোর একসেকি ও ডোরা মাদারস জুটিকে ধরাশায়ী করেন তাঁরা। সাথিয়া-মণিকার পক্ষে ফল ১১-৯, ৯-১১, ১২-১০ ও ১১-৬।

2/5

সাথিয়া-মণিকাকে শুভেচ্ছা কিরেন রিজিজুর

Kiren Rijiju on Manika Batra and G Sathiyan

সাথিয়া-মণিকার জয়ে উচ্ছ্বসিত হয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। তিনি টুইটারে লেখেন,"অলিম্পিক্সের ঠিক পরেই! ভারতের মিক্স়ড ডাবলস জুটি জি সাথিয়া ও মণিকা ব্রাত্রা কনটেন্ডর ডব্লিউটিটি ইভেন্ট জিতে হাঙ্গেরিতে আইটিটিএফ ইতিহাস লিখেছে। তারা শুধুই শীর্ষ বাছাইদের হারায়নি। অনান্য অপ্রতিরোধ্য জুটিদেরও হারায়।

3/5

সাথিয়া-মণিকার ডব্লিউটিটি ইভেন্ট

সাথিয়া-মণিকা জুটি বেলারুসের আলেক্সজান্দার খানিন ও ডারিয়া ট্রিগোলোস জুটিকে ১১-৬, ১১-৫ ও ১১-৪ জুটিতে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। ভারতীয় জুটি বিশ্বের সাত নম্বর ও শীর্ষ বাছাই স্লোভাকিয়ান জুটি বারবোরা বালাজোভা ও লুবোমির পিস্টেজকে ১১-৪, ৩-১১ ও ৬-১১ সেটে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন।

4/5

মণিকা-সাথিয়ার পথ চলা

 Manika Batra and G Sathiyan

সাথিয়া-মণিকার জয় অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। কারণ তাঁরা এক সঙ্গে সেভাবে জুটি বেঁধে খেলেন না। যদিও সাথিয়া-মণিকার ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ দিয়ে যাত্রা শুরু করেছিলেন। মণিকা সে বছরই অভিজ্ঞ সরথ কমলের সঙ্গে জার্কাতা এশিয়ান গেমসে জুটি বেঁধেছিলেন। মণিকা জুটি বদলেও দু'বারই ব্রোঞ্জ জিতেছিলেন। 

5/5

মণিকা ব্রাত্রা

Manika Batra

মণিকা ব্রাত্রা সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিক্সে শুরুটা দারুণ মেজাজে করেও শেষে রেশটা ধরে রাখতে পারেননি। খালি হাতেই তাঁকে ফিরতে হয়েছিল।