বন্দি মুক্তির দাবিতে পড়ল মাওবাদী পোস্টার, জোর চাঞ্চল্য জঙ্গলমহলে

Nov 30, 2020, 12:23 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : ফের মাওবাদী পোস্টার পড়ল পুরুলিয়ার জঙ্গলমহলে। আর তা ঘিরেই নতুন করে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে।   

2/5

পুরুলিয়ার বরাবাজার ও বান্দোয়ান থানার দুটি এলাকায় বিভিন্ন স্থানে এই পোস্টার দেওয়া হয়েছে। সোমবার সকালে পোস্টারগুলি প্রথম স্থানীয় বাসিন্দাদের নজরে আসে।

3/5

দেখা যায়, বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই পোস্টার দেওয়া হয়েছে। বরাবাজারে শাঁকারি ও বান্দোয়ানের মধুপুরে রাস্তার পাশে জনবহুল এলাকায় পোস্টারগুলি সাঁটানো ছিল।   

4/5

পোস্টারে কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির তীব্র বিরোধিতা করা হয়েছে। একইসঙ্গে রাজনৈতিক বন্দিদের বিনা শর্তে মুক্তি দেওয়ার দাবিও জানানো হয়েছে পোস্টারে। 

5/5

পোস্টারের পাশাপাশি মাওবাদীদের নামাঙ্কিত লিফলেটও পাওয়া গিয়েছে ঘটনাস্থলে। খবর পেয়ে পোস্টারগুলি এসে খুলে নেয় পুলিস। ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা পুলিস।