বাঁচবে তেলের খবচ, ভারতে প্রথম ব্যাটারির গাড়ি প্রকাশ্যে আনল মারুতি সুজুকি

Sep 08, 2018, 20:28 PM IST
1/5

ভারতে বিদ্যুত্চালিত গাড়ি বিক্রির প্রক্রিয়া শুরু করে দিল মারুতি সুজুকি। শুক্রবার ভারতে তাদের প্রথম বিদ্যুত্চালিত গাড়ি প্রকাশ্যে অনল মারুতি সুজুকি। এটি তাদের গাড়ির খসড়া নকসা বলে জানিয়েছে সংস্থা। গাড়িটির নাম কী তাও জানায়নি সুজুকি। তবে প্রাথমিক ভাবে এই গাড়ির চেহারার সঙ্গে ওয়াগন আর-এর বিপুল মিল পাচ্ছেন বিশেষজ্ঞরা।

2/5

জানা গিয়েছে অক্টোবর থেকেই ভারতে তাদের বিদ্যুত্চালিত গাড়ির পরীক্ষা নিরীক্ষা চালু করে দেবে মারুতি সুজুকি। সংস্থার মোট ৫০টি মডেল ভারতে পরীক্ষা করে দেখা হবে। 

3/5

২০২০ সালের এপ্রিলে এই গাড়ি ভারতে লঞ্চ হতে পারে বলে জানিয়েছে মারুতি সুজুকি। ভারতেই তৈরি হবে এই গাড়ির যাবতীয় যন্ত্রাংশ।

4/5

গত বছর জাপানে ওয়াগন আর-এর সাম্প্রতিক ভার্সন লঞ্চ করেছে সুজুকি। সেই গাড়িতে রয়েছে হাইব্রিড প্রযুক্তি। অর্থাত্ জ্বালানি তেলের সঙ্গে বিদ্যুতেও চলে সেই গাড়ি। তবে সম্পূর্ণ বিদ্যুত্চালিত ওয়াগন আর এখনো বাজারে নামাতে পারেনি সুজুকি।

5/5

বিদ্যুত্চালিত গাড়ি তৈরির জন্য জাপানি সংস্থা তয়োতা-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সুজুকি।