ইতিহাসে নাম তুললেন মেরি কম, মহিলা বক্সিংয়ে কিংবদন্তি হয়ে গেলেন মণিপুরের বক্সার
|
Nov 24, 2018, 17:21 PM IST
1/6
ছয় নম্বর সোনা জিতলেন মেরি
মহিলাদের বক্সিংয়ে কিংবদন্তি হয়ে গেলেন মেরি কম। একইসঙ্গে নয়াদিল্লির কে ডি যাদব ইনডোর স্টেডিয়ামের রিং থেকে বক্সিং ইতিহাসে নাম তুললেন মণিপুরের বক্সার।
2/6
ছয় নম্বর সোনা জিতলেন মেরি
উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এই নিয়ে ছয়টি সোনা জিতলেন মেরি। ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ এর পর এবার আবার এই টুর্নামেন্টে মেরির জয়জয়কার। জিতলেন ছয় নম্বর সোনার পদক। এখনও পর্যন্ত এই রেকর্ড কারও নেই।
photos
TRENDING NOW
3/6
ছয় নম্বর সোনা জিতলেন মেরি
৩৫ বছরের মেরি কম মহিলাদের বক্সিংয়ে এখন সব থেকে সফল বক্সার হিসাবে পরিগণিত হবে।
4/6
ছয় নম্বর সোনা জিতলেন মেরি
এদিন মেরি কম হারালেন ইউক্রেনের হানা ওকোতাকে।
5/6
ছয় নম্বর সোনা জিতলেন মেরি
মহিলাদের ৪৮ কেজি বিভাগে লড়তে নেমেছিলেন মেরি।
6/6
ছয় নম্বর সোনা জিতলেন মেরি
এত বড় রেকর্ড করে উঠে মেরি বললেন, ''এই জয় সমর্থকদের জন্য। গোটা কেরিয়ারে ওদের থেকে অনেক সমর্থন পেয়েছি।''