পদ্মবিভূষণে মেরি, পদ্মভূষণের জন্য সিন্ধুর নাম প্রস্তাব কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের
|
Sep 12, 2019, 12:50 PM IST
1/10
এবারের পদ্ম পুরস্কারের জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যে ৯ জনের নাম প্রস্তাব করেছে, তাঁরা সকলেই মহিলা।
2/10
৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের নাম পদ্মবিভূষণ পুরস্কারের জন্য পাঠাল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ২০১৩ সালে পদ্মভূষণ এবং ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন মেরি।
photos
TRENDING NOW
3/10
সদ্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপজয়ী শাটলার পিভি সিন্ধুর নাম পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনয়ন পাঠাল। ২০১৭ সালে পদ্মভূষণের জন্য সিন্ধুর নাম পাঠানো হয়েছিল। ২০১৫ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন পিভি সিন্ধু।
4/10
পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনয়ন পাঠান হল কুস্তিগির ভিনেশ ফোগাত।
5/10
টেবিল টেবিস তারকা মনিকা বাত্রার নাম পদ্মশ্রীর জন্য প্রস্তাব পাঠাল ক্রীড়া মন্ত্রক।
6/10
ভারতীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের নাম পদ্মশ্রীর জন্য মনোনয়ন পাঠানো হল।
7/10
ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের নাম পদ্মশ্রীর জন্য প্রস্তাব পাঠানো হল।
8/10
প্রাক্তন শুটার সুমা শিরুর নাম পদ্মশ্রীর জন্য পাঠানো হল।
9/10
পর্বতারোহী যমজ বোন তাসি মালিক ও নাঙ্গসি মালিকের নামও পাঠানো হল পদ্মশ্রীর জন্য।
10/10
স্বরাষ্ট মন্ত্রকের পদ্ম পুরস্কার কমিটিতে ক্রীড়াবিদদের মনোনয়ন পাঠাল ক্রীড়ামন্ত্রক। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্রের দিবসে পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হবে।