1/9
বিগত কয়েক বছর রাজনৈতিক কেরিয়ারে চরম উত্থান ঘটলেও সম্প্রতি বেশ খানিকটা ব্যাকফুটে শোভন চট্টোপাধ্যায়। ২৪ বছরের দাম্পত্য ভেঙে বিবাহ বিচ্ছেদ, ব্যক্তিগত নিরাপত্তা কমে যাওয়া, দলে ক্ষমতা হ্রাসের গুঞ্জন এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব- বিভিন্ন বিষয় নিয়ে বারবার বিতর্কের সম্মুখীন শোভন। কিন্তু কে এই বৈশাখী বন্দ্যোপাধ্যায়? এসব বিষয় নিয়েই ২৪ ঘণ্টাকে একান্ত খোলামেলা সাক্ষাত্কার দিলেন কলকাতার মহানাগরিক।
2/9
প্রশ্ন- আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর বা সরকারের কোনও বিরোধ আছে? শোভন চট্টোপাধ্যায়- আমাকে কালই মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। আমি যা করছি সবটাই তাঁকে জানিয়েছি। কিন্তু একটি সংবাদমাধ্যম যেভাবে ওয়েবকুপা এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে এসে প্রচার চালাচ্ছে, তা নিন্দনীয়। আমার পারিবারিক বিপর্যয়ে তিনি যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন, তা অনস্বীকার্য। না হলে আমি অস্তিত্ব সঙ্কটে পড়তাম। সেখানে তাঁকে নিয়ে, তাঁর পারিবারিক সম্মান নিয়ে যেভাবে প্রচার চলছে, তাতে আমি অত্যন্ত মর্মাহত।
photos
TRENDING NOW
3/9
4/9
5/9
6/9
7/9
8/9
9/9
প্রশ্ন- এই স্বার্থান্বেষী মহলের সঙ্গে আপনার প্রাক্তন স্ত্রীও কি জড়িত? শোভন চট্টোপাধ্যায়- ২৪ বছরের সম্পর্ক। আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। আমার বৈবাহিক সমর্কে ভাঙনের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগাযোগ নেই। তবে তিনি যেভাবে আমার অস্তিত্ব সঙ্কটের দিনে, আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি তাঁর কাছে চিরকৃতজ্ঞ। আমাকে বাঁচার পথ দেখিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) কে বলেছি, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ আসার আগে যেন সেই আক্রমণ আমার ওপর আসে।
photos