সেমিফাইনালে হার, তবুও ইতিহাসে নাম তুলে ফেললেন মেরি কম

Oct 12, 2019, 20:11 PM IST
1/5

হেরেও ইতিহাসে মেরি

হেরেও ইতিহাসে মেরি

বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হেরে গেলেন মেরি কম। ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় বক্সারকে। 

2/5

হেরেও ইতিহাসে মেরি

হেরেও ইতিহাসে মেরি

তুর্কির বুসেনাজ সাকিরোগ্লুর কাছে হারলেন মেরি কম। তবুও ইতিহাসে  নাম লিখিয়ে গেলেন মেরি। 

3/5

হেরেও ইতিহাসে মেরি

হেরেও ইতিহাসে মেরি

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাত নম্বর সেনার পদক জয়ের লক্ষ্যে নেমেছিলেন মেরি কম। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। 

4/5

হেরেও ইতিহাসে মেরি

হেরেও ইতিহাসে মেরি

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অষ্টম পদক জিতলেন মেরি কম। পুরুষ ও মহিলাদের মধ্যে কোনও বক্সার বিশ্ব চ্যাম্পিয়নশিপে আটটি পদক জিততে পারেননি। 

5/5

হেরেও ইতিহাসে মেরি

হেরেও ইতিহাসে মেরি

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বাধিক পদক জয়ের রেকর্ড নিজের নামে করে নিলেন মেরি কম। এর আগে কিউবার বক্সার ফেলিক্স সেবান সর্বাধিক সাতটি পদক জিতেছিলেন।