জানা যাচ্ছে, সবই দশমিকের খেল! গণিত শাস্ত্রের ছাত্ররা বিলক্ষণ জানেন, দশমিক নামক ওই বিন্দুটির কী গুরুত্ব। তবে সে যাই হোক, তা বলে এক লাফে ১০০% বর্ধিত বেতন!
4/6
আসলে ভুলটা হয়েছিল সংস্থার এক 'ডেটা এন্ট্রি অপারেটর'-এর। তিনিই বেতন টাইপ করতে গিয়ে ভুল করে দশমিকের স্থান পরিবর্তন করেন এবং এরফলেই বেতন বেড়ে যায় ১০০ শতাংশ।
5/6
ভুলটি প্রথম চিহ্নিত করেন অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি-র অডিটর জেনারেল। তিনি জানিয়েছেন, 'সিস্টেম জেনারেটেড অ্যালার্ট'-এও ভুল হয়েছে।
6/6
তবে যাই হোক। কর্মীটি সততার পরিচয় দিয়ে এই বর্ধিত বেতন ফিরিয়ে দিয়েছেন। তাঁর বাড়ি প্রত্যন্ত এলাকায় হওয়ায় নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দিতে কেবল কিছুটা সময় লেগেছে এই যা...