Mumbai Ahmedabad Bullet Train: তারিখ পে তারিখ আর নয়, বুলেট ট্রেন কবে চালু হবে জানালেন রেলমন্ত্রী

Mar 19, 2024, 16:00 PM IST
1/5

কখনও জমিজট, কখনও পরিবেশগত কারণে মুম্বই-আহমেদাবাদ বুটেল ট্রেনের কাজের গতি থমকে যাচ্ছিল। তবে এবার আর তারিখ পে তারিখ নয়। বুলেট ট্রেনর যাত্রাপথের একাংশ চালু হয়ে যাবে ২০২৬ সালে।

2/5

মঙ্গলবার এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ২০২৬ সালে দেশের প্রথম বুলেট ট্রেনের একাংশ চালু হয়ে যাবে।

3/5

অশ্বিনী বৈষ্ণব বলেন, কেন্দ্র সরকার মুম্বই-আহমেদাবাদ ৫০৮ কিলোমিটার বুলেট ট্রেনের সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত চালু হয়ে যাবে। আর গোটা পথে ট্রেন চলবে ২০২৮ সালে।

4/5

এই ট্রেন চালু হয়ে গেলে তা দেশের অর্থনীতির উপরে প্রভুত প্রভাব ফেলবে। রাস্তার দুধারের শহর ও নগরগুলির জীবনযাত্রা বদলে যাবে।

5/5

রেলমন্ত্রীর কথা অনুযায়ী বুলেটে ট্রেনে ব্যবহার করা হবে জাপানের সিঙ্কেনসেন প্রযুক্তি। এতে খরচ হবে ১.১০ লাখ কোটি টাকা। থানে থেকে মুম্বই পৌঁচে এটি সমুদ্রের নীচে একটি টানেলের মধ্য দিয়ে যাবে।