Shaan House Fire: শানের অ্যাপার্টমেন্টে ভয়ংকর আগুন! কেমন আছেন গায়ক, চিন্তায় ফ্যানেরা...

Shaan's Flat Fire: ওই ফ্ল্যাটের বারো তলায় সঙ্গীতশিল্পীর ফ্ল্যাট। সেখানের সাত'তলার জানলা দিয়ে গলগল করে ঘন কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। ঘটনার খবর পেয়ে তত্‍ক্ষণাত্‍ সেখানে ছুটে যায় দমকল বাহিনী। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন।

Dec 24, 2024, 11:55 AM IST
1/6

শানের ফ্ল্যাটে আগুন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় গায়ক শানের বাড়িতে বিধ্বংসী আগুন। মঙ্গলবার ভোররাতে গায়কের মুম্বইয়ের ফ্ল্যাটে আচমকাই আগুন লাগে।

2/6

শানের ফ্ল্যাটে আগুন

ওই ফ্ল্যাটের বারো তলায় সঙ্গীতশিল্পীর ফ্ল্যাট। সেখানের সাত'তলার জানলা দিয়ে গলগল করে ঘন কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। ঘটনার খবর পেয়ে তত্‍ক্ষণাত্‍ সেখানে ছুটে যায় দমকল বাহিনী। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন।

3/6

শানের ফ্ল্যাটে আগুন

জানা গিয়েছে, আগুনে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বান্দ্রার ওই বহুতলে। দমবন্ধ পরিস্থিতিতে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় এক ৮০ বছরের বৃদ্ধার। ওই প্রবীণ বাসিন্দাকে বহুতল থেকে উদ্ধার করা আনা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের ICU-তে ভর্তি।   

4/6

শানের ফ্ল্যাটে আগুন

তবে এই অগ্নিকাণ্ডের সময় শান এবং তাঁর পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কিনা, তা জানা যায়নি।  

5/6

শানের ফ্ল্যাটে আগুন

ঘটনার খবর ছড়িয়ে পড়তে শানের ফ্যানেরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁদের প্রিয় শিল্পীর নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন।  

6/6

শানের ফ্ল্যাটে আগুন

কীভাবে আগুন লাগল, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কত তা এখনও পর্যন্ত জানা যায়নি।