Telangana Tunnel Collapse: অতিক্রান্ত ২৪ ঘণ্টা, এখনও সুড়ঙ্গে আটকে ৮ শ্রমিক! ডাকা হল নাম ধরে...

Telangana Tunnel Collapse Update: যতক্ষণ না সেই জল সরানো হবে ততক্ষণ উদ্ধারকাজ চালানো যাবে না। এই ঘটনার পরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জেলাশাসক, পুলিস সুপার, দমকল আধিকারিক এবং সেচ দফতরের কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

Feb 23, 2025, 13:39 PM IST
1/6

নির্মীয়মান সুড়ঙ্গ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার তেলেঙ্গানার নাগরকুরনুল জেলায় নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে। সেখানে আটকে আটজন শ্রমিক। এখনও পর্যন্ত ২৪ ঘণ্টা অতিক্রান্ত উদ্ধারকারীরা সুরঙ্গের ভেতরে ঢুকে নাম ধরে ডাকতে থাকে।

2/6

NDRF

NDRF-এর এক আধিকারিক তিনি জানিয়েছেন, শনিবার রাতেই উদ্ধারকারীরা সুরঙ্গের ভেতরে গিয়েছিল। মোট ১৩ কিলোমিটার পর্যন্ত খোঁজ চালানো হয়। 

3/6

উদ্ধারকারী

যখন সুরঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছয় উদ্ধারকারীরা। তখন সমস্ত আটকে থাকা কর্মীদের নাম ধরে ডাকা হয়। কিন্তু কেউ সারা দেননি।

4/6

জলে ভর্তি

এমনকি শেষ ২ কিলোমিটার একটানা জলে ভর্তি। যতক্ষণ না সেই জল সরানো হবে ততক্ষণ উদ্ধারকাজ চালানো যাবে না।

5/6

সুড়ঙ্গ

৪৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে রয়েছেন শ্রমিকেরা। প্রশাসনের সূত্র অনুযায়ী, ছাদের প্রায় ১০ মিটার অংশ ভেঙে পড়ে প্রায় ২০০ মিটার এলাকায় কাদামাটি ছড়িয়ে পড়েছে।

6/6

দুর্ঘটনা

পুলিস সূত্রে খবর, কাজ শুরু হওয়ার কয়েকদিন পরেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার মুহূর্তে বেশিরভাগ শ্রমিক সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু কমপক্ষে আটজন শ্রমিক আটকে পড়েছে বলে জানা যায়।